আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে এলো নিউ ইয়ার

যে সব উতসব পৃথিবীব্যাপী পালিত হয়, তাদের মধ্যে সবচে পুরোনো উতসব হলো বর্ষবরণ। এই উতসব শুরু হয় প্রায় ৪০০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে। সে সময় মেসোপটেমীয় সভ্যতায় প্রথম বর্ষবরণ উতসব চালু হয়। বর্তমানের ইরাককে প্রাচীনকালে বলা হতো মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়ান সভ্যতার আবার ৪টা আলাদা ভাগ আছে, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনিয় সভ্যতা, আসিরিয় সভ্যতা ও ক্যালডিয় সভ্যতা।

এদের মধ্যে প্রথম বর্ষবরণ উৎসব পালন করা শুরু হয় ব্যাবিলনিয় সভ্যতায়। সে সময় বেশ জাঁকজমকের সঙ্গেই পালন করা হতো বর্ষবরণ। তবে সেটা কিন্তু এখনকার মতো জানুয়ারির ১ তারিখে পালন করা হতো না। তখন নিউ ইয়ার পালন করা হতো বসন্তের প্রথম দিনে। বসন্তকালে প্রকৃতির নতুন করে জেগে ওঠাকেই তারা নতুন বছরের শুরু বলে চিহ্নিত করেছিল।

অবশ্য তারা তখন চাঁদ দেখে বছর গণনা করতো। তাই উতসব শুরু হতো চাঁদ দেখে। যেদিন বসন্তের প্রথম চাঁদ উঠতো, শুরু হতো তাদের বর্ষবরণ উতসব, চলতো টানা ১১ দিন। এই ১১ দিনের আলাদা আলাদা তাতপর্যও ছিলো। ব্যাবিলনিয় সভ্যতার পর জাঁকজমক করে নববর্ষ পালন করতো রোমানরা।

ওরা আবার এক কাঠি উপরেই ছিলো। তারা তৈরি করে ফেলেছিলো ক্যালেন্ডার। সে ক্যালেন্ডারও রোমানরা চাঁদ দেখেই বানিয়েছিল। আর সেই ক্যালেন্ডার অনুযায়ী ওদের নববর্ষ ছিলো ১ মার্চ। তবে প্রথম দিকে ওদের ক্যালেন্ডারে মাস ছিল মাত্র ১০টা, ছিল না জানুয়ারি আর ফেব্রুয়ারি।

পরে সম্রাট নুমা পন্টিলাস জানুয়ারি আর ফেব্রুয়ারিকে ক্যালেন্ডারে যোগ করেন। রোমান সাম্রাজ্যে এই ক্যালেন্ডার নিয়ে বেশ ঝামেলা হয়েছিলো। তাই সে সময় কবে থেকে নতুন বছর শুরু হবে, সেটা ঠিকই করা যাচ্ছিলো না। একেক সময় একেক জায়গায় একেক দিন নতুন বছরের প্রথম দিন হিসেবে পালিত হতো। যিশু খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে, অর্থাত খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে ঠিক করা হয়েছিলো বর্ষবরণ হিসেবে পালন করা হবে ২৬ মার্চ তারিখটি।

কিন্তু সেটা ঠিকভাবে মানাই হচ্ছিলো না। পরে সম্রাট নুমা পন্টিলাস যখন জানুয়ারি আর ফেব্রুয়ারিকে ক্যালেন্ডারে ঢোকান, তিনি ঠিক করে দেন, জানুয়ারির ১ তারিখ হলো বছরের প্রথম দিন। ওইদিনই হবে বর্ষবরণ। কিন্তু সে কথাও মানা হলো না। রোমানরা সেই আগের মতো মার্চের ১ তারিখেই বর্ষবরণ উৎসব করতে লাগলো।

পরে জুলিয়াস সিজার যখন ৩৬৫ দিনে বছরের ঘোষণা দেন, তখন তিনি বলে দেন, মার্চে নয়, বছর শুরু হবে জানুয়ারির ১ তারিখে। উতসবও সেইদিনই হবে। এইবার কাজ হলো। সেই থেকে বর্ষবরণ উতসব মার্চ থেকে চলে এলো জানুয়ারির ১ তারিখে। সংগৃহীত  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.