আমাদের কথা খুঁজে নিন

   

আমার একলা পৃথিবী




আমার একলা পৃথিবীর অসীম শুন্যতায় আমি এক নই,
আছে আমার স্বপ্ন,আছে ভাল লাগা,আছে আমার শৈশবের গল্প-বয়ে চলা ছোট নদী,
কাঁদা মাখা মাঠ,আছে কচু পাতার ছাতার তলে বৃষ্টিতে দাপাদাপি,
আছে তোমার দুই বেণী দোলানো গাল ফুলিয়ে কান্না,আর আমার দুষ্টুমির হাসি।
আমাদের শৈশবে ইট পাথরের গল্প,ছিল খুবই অল্প।
এখন আমরা মহানগরের পথে,বিস্তৃত ভাবনার পরিমন্ডলে,
কর্মে ধর্মে জীবন দর্শনের নানা বর্ণে,
এলোপাথারি ছোটাছুটি। এখানে আমার গল্প নেই,খেলার সাথী নেই,
নেই মেঠো পথ আর বাধানো পুকুর।
এখানে আছে শুধু সহস্র জনের ভীড়ে,নিসঃঙ্গতায় ঘিরে, বাসায় ফেরা।
ভাবের বিনিময়ে,সুখের অভিনয়ে,ক্লান্ত জীবন পড়ছে নুয়ে,এভাবে নিজের কাছে ফেরা।
এখানে ব্যস্ততা আছে,আছে এগিয়ে যাবার নিষ্ঠুর দৌড়,
আবার দিন শেষে, বিষন্ণতায় পিষে আকাঙ্খার ভগ্নাংশে বাস্তবতায় ফেরা।
কে কার খোঁজ রাখে,হয়তো রাখে, কে বা জানে, তবে
জেনে রেখো আমি আছি তোমাদের দলে,
যাদের পথ জুড়ে কাটা আছে, কষ্ট আছে, হতাশার চোখের জল আছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।