আমাদের কথা খুঁজে নিন

   

এবার আপনার সিম্বিয়ান S60V3 মোবাইলে এ ব্যাবহার করুন SAMSUNG GALAXY S3 এর টপ বার (100 % working tips)

Tech Tunes.com.bd তে এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই
তা হলে চলুন শুরু করা যাক...
এবার আপনার সিম্বিয়ান S60V3  মোবাইলে এ ব্যাবহার করুন SAMSUNG GALAXY S3 এর টপ বার (100 % working tips)
আমার মোবাইল এর আগের অবস্থা দেখুন

এখন কার অবস্থা দেখুন

আপনি ও পারবেন এই রকম করতে  
আগেই বলে রাখি আপনার মোবাইল এ golden python ইন্সটল থাকতে হবে না হলে হবে না
তাহলে শুরু করা যাক...
এই মোডিং টা একটু ঝামেলার তাই ধৈয ধরে কাজ গুলো করতে হবে
প্রথমেই নিচ থেকে জিপ ফাইল টা ডাউনলোড  করেন
galaxy-siii-top-bar-by-dj.zip
ডাউনলোড করলে নিচের মত দুইটা ফাইল পাবেন

আগে প্রথম ফাইল টা এবং পরে ২নাম্বার টা ইন্সটল দিন
তাহলে pybelle নামে একটা সফটওয়্যার পাবেন
তারপর আবার নিচ থেকে জিপ ফাইল টা ডাউনলোড করে x-plore দিয়ে ওপেন করুন
pyd-file-by-dj-tapash.zip
x-plore দিয়ে ওপেন করলে তিনটা ফাইল পাবেন নিচের মত

এবং এই তিনটা ফাইল একসাথে ( মার্ক করে)  নিচের folder এ exterct করেন
c/sys/bin এ

তারপর আবার আপনি x-plore এর সাহায্য এ নিচের folder এ জান
E/system/apps/pyModulePack

এখানে গিয়ে একটা cenrep.pyc নামে একটা ফাইল পাবেন

এবং cenrep.pyc  নাম টা রিনেম করে dj.pyc করে দিন

তারপর আবার নিচ থেকে আপনার স্কিন অনুযায়ী জিপ টা DOWNLOAD করেন
for 320x240  skin-galaxy-siii-by-dj-ta.zip
skin-galaxy-s3-240x320.zip
স্কিন অনুযায়ী জিপ টা  DOWNLOAD করার পর জিপ ফাইল টা (জিপ ফাইল এর ভিতরের ফাইল গুলো না কিন্তু আবার )
E/system/apps/topbar/skin এ folder এ কপি বা মুভ করে রাখুন

ব্যাস কাজ শেষ 
এবার প্রথম বার যে সফটওয়্যার টা (pybelle) ইন্সটল দিয়েছিলেন সেটা ওপেন করুন এবং অপশন এ কিল্ক করে samsung galxy s3 স্কিন  সিলেক্ট করুন  এবং সফটওয়্যার টা exit করে আবার ওপেন করুন  এবং মিনিমাইজ করে রাখুন
বুজতে সমস্যা হলে কমেন্ট করুন



অপেরা মিনি এর সাথে টপ বার টি মিলিয়ে নিতে অপেরার মিনির এর সেটিং এ গিয়ে navigation bar এবং status bar অপশন টা অন করে দিন
ব্যাস
 
প্রথম এখানে  প্রকাশিত SYMBIAN HACKED BLOG BY DJ TAPASH হয়েছিল

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.