আমার চোখে বর্তমান...
১. "দেশে কিংবা বিদেশে যখন কোন ম্যাচ খেলতে যাই তখন দেখি, আমার ফ্যানরা আমাকে খুব উত্সাহ দেয়। তাঁদের এই উত্সাহ আমাকে ম্যাচে ভালো খেলতে অনুপ্রানিত করে। তাই আমি সব সময় তাদের ভালোবাসি এবং তাদের জন্য ও দেশের জন্য নিজের সেরাটা দিতে চেষ্টা করি। আর আজ যখন শুনলাম আমাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করার পর তাঁরা মানব বন্ধনের ডাক দিয়েছে তখন তাঁদের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেল। ইনশাল্লাহ আমি মাঠে তাঁদের এই ভালোবাসার প্রতিদান দেবো।" - কোন সন্দেহ নাই সাকিব ভক্তরা এ ঘোষনায় খু্বই উৎসাহিত হচ্ছি। দুম্যাচের পরও যদি সেরা সাকিবকেই ফিরে পাই, কোন সন্দেহ নাই বাংলাদেশ এশিয়া কাপে ভালো করবে।
২. বিসিবির বা নির্বাচক করিটির সমস্যাটা কি? দলকে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা না করে তারা কি দলকে মানসিক ভাবে কোনঠাসা করতে চাইছে? মুশিকে কেন কালকে বিরক্তি প্রকাশ করতে হলো? নির্বাচকরা জানে না যে, ক্রিকেট আমাদের দেশে কতো আবেগের একটি জায়গা দখল করে রেখেছে? আর কিছুদিন পর হয়তো বাংলাদেশে কোন রাজনৈতিক দলের প্রতীক হবে ক্রিকেট ব্যাট। সেই ক্রিকেট নিয়ে কোন ব্যক্তিগত স্বার্থ বা দ্বন্দের খেলা খেললে নির্বাচকরা যে জাতীয় শত্রুতে পরিনত হতে পারেন তা কি তারা জানেন না? কয়েকদিন আগে শাহবাগে যে কয়েক হাজার তরুন জড়ো হয়েছিল তারা কি বিসিবির উপর রুষ্ট হয়েই মাঠে নামেনি?
৩. আইসিসির বিশ্বকাপের থিম সংটা দেখে মনে প্রশ্ন জাগছে, আমাদের নিজস্ব কোন নাচ কি নাই? তাহলে সেটা কি এ থিম সংএ আছে? থাকার কথা কি ছিল না - যেহেতু আমরাই হোস্ট?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।