দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাজাপ্রাপ্ত আসামিদের আনা-নেয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা।
সোমবার দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, পালিয়ে যাওয়া এক আসামিকে আটকের পর গুলিতে তার নিহত হওয়ার বিষয়টি ‘রহস্যজনক’।
ফাইল ছবি
“এতে মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। ওই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যেত। তা না করে ক্রসফায়ারে দিয়ে গোটা বিষয়টি ধামাচাপা দেয়া হয়েছে।
”
রোববার সকালে ত্রিশালে প্রিজন ভ্যানে বোমা মেরে ও গুলি করে জেএমবির শুরা সদস্য রাকিবুল হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এবং বোমা বিশেষজ্ঞ মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে ছিনিয়ে নেয়া হয়।
ওই হামলায় প্রিজন ভ্যানে থাকা এক পুলিশ কনস্টেবল নিহত ও আরো দুইজন আহত হন। পরে বিকালে টাঙ্গাইলে ধরা পড়ে জঙ্গি রাকিবুল হাসান। রাতেই পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাকিব নিহত হয়।
আসামি ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “তাদের (জঙ্গি) বিচার হয়েছে, সাজা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিদের আদালতে নিয়ে যাওয়ার সময়ে যে ধরনের নিরাপত্তা থাকার কথা, গতকালের ঘটনা দেখে বোঝা গেছে, তা ছিল না। এটা সরকারের চরম ব্যর্থতা। ”
এই বিএনপি নেতা বলেন, রাকিবকে ‘ক্রসফায়ারের’ দেয়ার পেছনে কোনো রহস্য আছে কি না- ‘জনগণ’ তা জানতে চায়।
শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল।
দুর্নীতি দমন কমিশনে আওয়ামী লীগের গত সরকারের মন্ত্রিসভার সদস্যদের তলব করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এটি আইওয়াশ।
যেসব মন্ত্রী সম্পদের পাহাড় গড়েছেন, তাদের দুর্নীতির বিষয়টি ভুলিয়ে রেখে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে এটা লোক দেখানো একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। ’’
সোমবার সকালে সদ্যমুক্তিপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারসহ নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করেন মির্জা ফখরুল।
দলের কেন্দ্রীয় নেতা রফিক শিকদার, আবদুল আউয়াল খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।