যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে নাটোরে ঝাড়ু মিছিল করেছে হাজারো নারী-পুরুষ। ‘নারদ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে ও নারদ নদের দুইপাড়ের জনগণের অংশগ্রহণে সোমবার সকালে এ মিছিল হয়।
দীর্ঘদিন ধরে যমুনা ডিস্ট্রিলারিজ কোম্পানির অপরিশোধিত বর্জ্য নারদ নদে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ হচ্ছে। নদের পানি দূষিত হওয়ায় জলজ প্রাণী ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদের পানি ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নদের পাড়ের জনগণ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। দূষণের দায়ে মদ ব্যবসায়ী দেশের বিতর্কিত শিল্পপতি নূরুল ইসলাম বাবুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে ও দৈনিক যুগান্তরে অপপ্রচারের বিরুদ্ধে ঝাড়ু হাতে ক্ষতিগ্রস্ত হাজারো নারী-পুরুষ রাজপথে নেমে আসে। দূষিত, বিষাক্ত ও তেজস্ক্রিয় বর্জ্যের মাধ্যমে ক্ষতির শিকার জনগণ বিশেষ করে কয়েকশ’ নারী বাবুলকে গ্রেফতারের পাশাপাশি কারখানা অপসারণেরও দাবি জানায়।
দূষণের প্রতিবাদে শত শত নারী হাতে ঝাড়ু হাতে শহরের কানাইখালী মাঠে সমবেত হয়। এসময় যমুনা ডিস্ট্রিলারিজের কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত হলে ক্ষতিগ্রস্তদের মধ্যে উত্তোজনা ছড়িয়ে পড়ে।
অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে তারা পালিয়ে যায়। দুপুর সাড়ে ১২টায় শহরে এক বিশাল ঝাড়ু মিছিল বের হয়। মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশের শুরুতে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে যমুনা গ্রুপের অন্যায় কাজের পারিবারিক মূখপত্র হিসেবে ব্যবহৃত দৈনিক যুগান্তরের কপিতে অগ্নিসংযোগ করা হয়। ‘নারদ বাঁচাও আন্দোলন’ সংগঠনের সভাপতি মঞ্জুর মোশেদ লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনেরর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন জাক্কু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।