আমাদের কথা খুঁজে নিন

   

হেরে ‘বেপরোয়া’ সরকার: বিএনপি

সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু এবং রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে কারাগারে পাঠানোর পর এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “প্রথম পর্বের নির্বাচনে বিরোধী দল সমর্থিত প্রার্থীদের বিজয় দেখে ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছে।

“তারা দ্বিতীয় পর্বের নির্বাচনকে একতরফা করতে পাইকারি হারে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতন করছে। বিরোধী দল সমর্থিতদের প্রচারে বাধা দিচ্ছে, পোস্টার ছিড়ে ফেলছে। ”

আগামী ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ হবে।

প্রথম পর্বে ৯৬টি উপজেলায় ভোটে অধিকাংশ এলাকায় চেয়ারম্যান পদে ১৯ দল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে।

রিজভী বলেন, উপজেলা নির্বাচনের পরিবেশকে ‘নষ্ট’ করতে শুধু রাজনৈতিক কারণে মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৩৬ জন নেতা-কর্মীর জামিন বাতিল করা হয়েছে।

কনস্টেবল সিদ্ধার্থ হত্যামামলায় হাই কোর্ট থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষে সোমবার মিনু-বুলবুলরা রাজশাহীর হাকিম আদালতে হাজির হলে তাদের কারাগারে পাঠানো হয়।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম খানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

রিজভী অভিযোগ করেন, মানিকগঞ্জ সদর, মেহেরপুরের গাংনী, কুষ্টিয়ার মীরপুর, কুমিল্লা সদর দক্ষিণ, গোপালগঞ্জ সদর, ফেনীর পশুরাম উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের কর্মীরা বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করছে।

এসব ঘটনার নিন্দা জানিয়ে সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “এভাবে নিপীড়ন-নির্যাতন অব্যাহত থাকলে আন্দোলন ছাড়া আমাদের বিকল্প কিছু করার থাকবে না। ”

ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে তিন জঙ্গিকে ছাড়িয়ে নেয়ার ঘটনাকে  ‘রহস্যজনক’ অভিহিত করে রিজভী বলেন,“উপজেলা নির্বাচন থেকে জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নিতে এই ঘটনাটি কোনো নাটক কিনা- তা নিয়ে সন্দেহ রয়েছে। ”

সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, সাবেক সাংসদ এম এম শাহীন, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদি, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।