লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তেহার তৈরি করার জন্য রাহুল গান্ধী ইদানীং সমাজের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সামনাসামনি কথাবার্তা বলছেন। বুঝে নিতে চাইছেন তাদের সুবিধা-অসুবিধা-দাবি দাওয়া। বৈঠক করছেন হকার, শ্রমিক সংগঠন, শিল্পমহল এবং যুব সম্প্রদায়ের সঙ্গে। কিন্তু বিপাকে পড়লেন কৃষক সমাবেশে গিয়ে। এক কৃষক রাক-ঢাকা না রেখেই সরাসরি প্রশ্ন করে বসলেন, আচ্ছা, আপনি তো নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন, কিন্তু বিয়ে করছেন না কেন? আর যায় কোথায় সোনিয়া তনয়।
পুরো সমাবেশে হাসির রোল ওঠে। হাসলেন রাহুলও। তবে কারো দিকে না তাকিয়ে দ্রুত মঞ্চ ছাড়লেন।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার গানাউরে। কৃষকদের সঙ্গে আন্তরিক আলাপ ভালোই জমেছিল।
বৈঠক শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন রাহুল। গোলটা পাকালেন সফরসঙ্গী জয়রাম রমেশ। তিনি হঠাৎ বলে উঠলেন, “আমার একটা প্রশ্ন রয়েছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য আপনি কী করছেন? উত্তরপ্রদেশে এ ব্যাপারে কী করেছেন সেটাও বলুন। ” জবাবে রাহুল সবিস্তার ব্যাখ্যা দিতে বসলেন।
সেই সঙ্গে বললেন, “মহিলাদের ক্ষমতায়ন করা কংগ্রেসের অগ্রাধিকার। সমাজে মহিলাদের গুরুত্ব সব থেকে বেশি। মহিলারা ছাড়া কিছু সম্ভব নয়। ”
আর যায় কোথায়! রাহুল থামতেই উপস্থিত এক কৃষক সটান বলে ফেললেন, “সে তো সবই বুঝলাম। কিন্তু মহিলারা যখন এতই গুরুত্বপূর্ণ, আপনি বিয়েটা করেননি কেন? কবে করবেন?”
ব্যস, গোটা সমাবেশে হাসির রোল উঠল।
প্রায় আধ মিনিট ধরে সবাই প্রাণ খুলে হাসলেন। রাহুলও হাসলেন। তবে দৃশ্যতই বোঝা গেল, বেশ লজ্জা পেয়েছেন। বিরোধী দলের খোঁচা বা মোদীর তোপ এক জিনিস। আর আচমকা এমন অকপট জিজ্ঞাসার সামনে পড়ে যাওয়া সম্পূর্ণ অন্য।
তবে দ্রুতই সামলে নেন রাহুল। বলেন, “ও সব হবে ক্ষণ। ওগুলো এখানে প্রাসঙ্গিক নয়। যেটা বলছিলাম, সেটা শেষ করি। ”
হরিয়ানার কৃষক জানেন না সম্ভবত।
কিছুদিন আগে সংসদের সেন্ট্রাল হলে সাংবাদিকদের সঙ্গে এক দীর্ঘ আলাপচারিতায় রাহুল এ ব্যাপারে তার ইচ্ছা-অনিচ্ছার কথা খোলাখুলি জানিয়েছিলেন। বলেছিলেন, তিনি বিয়ে করবেন না। কারণ, বিয়ে করলে সন্তানাদি-পরিবার নিয়ে জড়িয়ে পড়বেন। তার বদলে তিনি কংগ্রেসের সংগঠনকে মজবুত করার জন্যই সময় দিতে চান। সূত্র: ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।