কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, দূরত্ব দেখা দিয়েছে জনপ্রিয় এই প্রেমিক জুটি সম্পর্কে। কিন্তু নিজেদের মধ্যকার বিবাদ মিটিয়ে আবারও কাছে এসেছেন ক্যাট-রণবীর। ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় একান্তে কাটানোর জন্য এবার একসঙ্গে বেড়াতে যাচ্ছেন তারা।
জি মিডিয়া ব্যুরোর খবর অনুযায়ী, গ্রীষ্মের শুরুতে শ্রীলংকায় ছুটি কাটাতে যাচ্ছেন এই তারকা জুটি।
এর আগে নববর্ষে একসঙ্গে নিউ ইয়র্কে ছুটি কাটানোর সময় তাদের মধ্যে মনোমালিন্য হয় বলে গুজব ছড়ায়।
সেই গুজবকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেই নাকি তাদের এবারের বেড়ানোর পরিকল্পনা।
নিজেদের সম্পর্কের ব্যাপারে কখনও মুখ না খুললেও তাদের প্রেমের খবর টিনসেলে অজানা নেই কারও।
২০১৩ সালে স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্যাট-রণবীর। ঐ সময় পাপ্পারাজির ক্যামেরায় ধরা পড়ে সাগর-সৈকতে কাটানো তাদের অন্তরঙ্গতা।
এ ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ হন ক্যাটরিনা।
বাড়ি ফেরার পর সাংবাদিকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করেন তিনি। যেখানে সংবাদমাধ্যমগুলোর প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেন ক্যাট।
তবে ক্ষুব্ধ হননি রণবীর। বরং এক একান্ত সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, ক্যাটরিনা তার জীবনের একজন ‘গুরুত্বপূর্ণ মানুষ’।
এরপর আর কখনও নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খুলতে দেখা যায়নি এই জুটিকে।
২০১৩ সালে ‘কফি উইথ কারান’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যাটকে নিজের ‘ভাবী’ বলে সম্বোধন করেন রণবীরের চাচাতো বোন কারিনা কাপুর খান। এমনকি কারিনা আরও বলেন, ক্যাট-রণবীরের বিয়েতে নাচবেন তিনি।
ঐ অনুষ্ঠানে নিজের প্রেমিকাকে নিয়ে ব্যাপক প্রশ্নবিদ্ধ হয়েছিলেন রণবীর। তবে বেশ কৌশলের সঙ্গে তিনি এড়িয়ে যান প্রশ্নগুলো।
কারিনার ওই মন্তব্যে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ক্যাটরিনাকেও।
যদিও নিজের গোপনীয়তা বজায় রেখে কুশলী উত্তর দেওয়াতে ভালোই পারদর্শিতা দেখান এই অভিনেত্রী। আগামী ২০-৩০ বছরেও বিয়ে করবেন না বলে সরস মন্তব্য করেন ক্যাট।
তারপরই চলতি বছরের জানুয়ারিতে গুজব ছড়িয়ে পড়ে যে নববর্ষ উদযাপনের সময় মনোমালিন্য থেকে সম্পর্ক ভেঙে গেছে তাদের।
বর্তমানে অভিনেতা হৃত্বিক রোশানের সঙ্গে ভারতের মানালিতে নতুন সিনেমা ‘ব্যাং ব্যাং’এর শুটিং করছেন ক্যাট।
আর প্রেমিক রণবীর রয়েছেন শ্রীলংকাতে, তার নতুন সিনেমা ‘বোম্বে ভেলভেট’এর শুটিংয়ের কাজে।
নিজের কাজের ফাঁকে প্রেমিকের সঙ্গে দেখা করতে ও দুজনে অন্তরঙ্গ সময় কাটাতেই ক্যাট শ্রীলংকা যাচ্ছেন বলে টিনসেলে গুঞ্জন চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।