চাকরি খোয়ানোর পর আশ্চর্যজনকভাবে এক প্রবাসী আঙ্কেল ফোনে বললেন 'কিছু মনে কর না। চাকরিতো নাই ( আসলে চাকরি এখনো আছে), চলো কেমনে। ' বেশ কয়েকবার খুঁজ-খবর নিলেন তিনি! তার স্নেহের তীব্রতায় আমার চোখ ভিজে আসে।
বিপদের দিনে কে কার খোঁজ নেয় বলেন? ৫ মে পুলিশের মুহুর্মুহু গুলি চলে হেফাজতের সমাবেশে । প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশে আমি।
মোবাইলটা হাতে নিয়ে দেখি সেই ভাইটার (ছোটবেলায় যার বকা খেয়ে বড় হয়েছি) ফোন। 'কিরে কই তুই। এতে আওয়াজ কেন'
রাতে পরিবেশ মোটামুটি শান্ত হলে অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে প্রায় ১১টা। ছোটবেলার শাসক আরেক ভাইয়ের ফোন। 'বাসায় আসছস কি না।
বের হইস না কিন্তু'
আর একজন মা । যার টেনশনের শেষ নেই। আসলে এই স্নেহ ভালবাসাই আমার সম্বল । একমাত্র শক্তি দৃঢ় বিশ্বাস । দেখি কোথায় গন্তব্যের বাড়ি...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।