আমাদের কথা খুঁজে নিন

   

তোমার ভালোবাসা পেলে

তোমার ভালোবাসা পেলে

তোমার ভালোবাসা পেলে,
আমি বুনোহাস হয়ে ঝিলের জলে ভাসতে পারি,
পদ্মদীঘির জলে নীলপদ্ম হয়ে ফুটতে পারি,
সুগন্ধ পাপড়ি আর প্রজাপতি এনে দিতে পারি তোমার কাছে,
এক ফালি চাদ আর নক্ষত্র এনে দিতে পারি তোমার অন্তরে,
এক মুঠো জ্যোস্না এনে দিতে পারি তোমার হাতে,
পুকুরের সকল শাপলা কুড়িয়ে আনতে পারি শুধু তোমার জন্য,
আমার পাগলামি দেখে মুখ লুকিয়ে হাসবে রুপালী চাদ,
বাকা ঠোটে হাসবে তুমিও,
আর তুমি মুখ ফিরালে,
সমস্ত আকাশ অন্ধকারে ছেয়ে যাবে,
অভিমানে সূর্য্য মুখ লুকাবে মেঘের আড়ালে,
বাতাস দোল দিয়ে আর চুমু খাবে না ধান শিষে,
তোমায় না পেলে? সাদা মেঘের কাফন পরে,
ভেসে বেড়াবো আকাশের বুকে,
বুকের প্রতিটি পাজর ঝাঝরা হবে বুলেটের আঘাতে,
যদি তোমায় পাই
বিনম্র চাদ হয়ে লুকোচুরি খেলবো বাশবাগানে,
শিশিরের শব্দ দিয়ে তোমাকে সাজাবো,
ভোরের শিউলি হয়ে ঝরে পড়বো তোমার বাগানে,
সুগন্ধ ফুলের সুবাস ছড়াবো চারিদিকে,
ফুটন্ত গোলাপ দেব কুয়াশার চাদর সরিয়ে,
আমায় রঙধনুর রঙে রঙে সাজিয়ে,
তুমি মেঘের আড়ালে যেওনা হারিয়ে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.