অনেক দিন পর ব্লগে এলাম। কয়েকটি বইয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকায় ব্লগে সময় দিতে পারিনি। এ জন্য প্রিয়জনদের কাছে দুঃখ প্রকাশ করছি। ব্যস্ত ছিলাম বই নিয়ে, তবু বইয়ের সংবাদটি দেয়ার জন্যও ব্লগে আসার সুযোগ হয়নি।
আমার নতুন বইয়ের নাম সাগরতলের রহস্য।
সমুদ্র জগতের বিস্ময়কর বিচিত্র প্রাণীজগৎ নিয়ে বইটি লিখিত। বইটি মূলত কিশোর উপযোগী হলেও অন্য বয়সী পাঠকদের থেকেও দারুণ সাড়া পাচ্ছি।
বইটি মেলায় এসেছে ১৪ ফেব্রুয়ারি। প্রকাশক জানালেন, মেলায় আসার পর থেকে এ পর্যন্ত তাদের প্রকাশিত বইয়ের মধ্যে বিক্রির শীর্ষস্থানে রয়েছে ‘সাগরতলের রহস্য’। এ আমার এক পরম পাওয়া।
আমার প্রিয় পাঠকবর্গসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রকাশক ‘বইঘর’ থেকে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে কবি আল মাহমুদ এর অনবদ্য এক প্রেমের উপন্যাস- ‘ওগো বনহংসিনী আমার’। কেউ বনহংসিনীকে ছুঁতে গেলে, একবার না হয় ছুঁয়ে দেখলেন সাগরের গহীন তল!
বইয়ের নাম : সাগরতলের রহস্য
লেখক : আবু সাকী মাহবুব
প্রকাশক : বইঘর (স্টল নং ২৫৮, সোহরাওয়ার্দি উদ্যান)
প্রকাশকাল : বইমেলা- ২০১৪
পৃষ্ঠা সংখ্যা : ৮৮ (৮ পৃষ্ঠা রঙিন আর্ট পেপার)
মূল্য : ১৫০ টাকা।
মেলা শেষে : বইঘর, ৪৩ ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা। ফোন (প্রকাশক): 01711-711409
সবাই ভাল থাকুন, ভাল লিখুন সবসময়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।