বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা দুইটায়।
২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ‘ফেভারিট’ ভারতকে হারিয়ে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের কাছে হারের ক্ষত বুকে নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারতকে।
দুই বছর আগে বাংলাদেশেই অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের ব্যর্থতার কারণও বাংলাদেশ।
শচীন টেন্ডুলকার শততম আন্তর্জাতিক শতক পেলেও ভারত হেরে যায়। ২৯০ রান তাড়া জিতে ফাইনালের পথে এগিয়ে যায় মুশফিকুর রহিমের দল।
এবার মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও যু্বরাজ সিংয়ের অনুপস্থিতিতে ভারতের ব্যাটিং লাইন-আপে অভিজ্ঞতার ঘাটতি আছে। তবু প্রতিপক্ষের ব্যাটিংকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছেন মাশরাফি বিন মুর্তজা।
তিনি বলেন, “ভারতের ব্যাটসম্যানরা স্পিন খেলে অভ্যস্ত।
উইকেটে বোলারদের জন্য কোনো সহায়তা না থাকলে ওদের থামানো কঠিন হবে। তবে ওদের তিনশ’ রানের ভেতর বেঁধে রাখতে পারলে আমাদের একটা সম্ভাবনা থাকবে। ”
চোটের কারণে তামিম ইকবাল এশিয়া কাপে নেই। তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ায় সাকিব আল হাসানও বুধবার খেলতে পারবেন না। অধিনায়ক মুশফিকুর রহিম উইকেটরক্ষণের দায়িত্ব পালন করলে ফিরতে পারেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।
বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের ফেরা অবশ্য প্রায় নিশ্চিত। তার সঙ্গী হতে পারেন অলরাউন্ডার জিয়াউর রহমানও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।