আমরা যারা মধ্যবিত্ত পরিবার এর ছেলে তারা সবসময় একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলি কারন খরচ হিসাবটা একটু এদিক সেদিক হলেই পুরো মাসটা চলতে কষ্ট করে। নিজের কাছে তখন খুব খারাপ লাগে যখন দেখি ৪ মাস পর পর বাবা ৬৪৫০০/= টাকা আমার ভার্সিটির সেমিস্টার ফি দেয় । যদিও কোনদিন পড়াশুনাটা ভালোভাবে করিনি যদি করতাম তাইলে হয় তো মা-বাবার কষ্ট কিছুটা কম হতো । তবে যাই হোক পরিবার থেকে কোন চাওয়া পাওয়া অপূর্ণ রাখেনি এই জন্য আমি তাদের কাছে ঋণী। মধ্যবিত্তদের কাছে ঈদ মানে এক যন্ত্রণার নাম কারন বাবা-মা যেই কয়টা টাকা পায় সেই টা দিয়া সবার মুখে হাসি ফোটানো যায়না।
কোন ঈদ এই দেখিনাই যে বাবা মা নতুন কাপড় নিতে তারপর ও তাদের মুখ এ কেমন দিব্বি হাসি আচ্ছা বাবা মা গুলা এতো ভালো হয় কি করে বলতে পারেন? এখন বড় হইছি বাবা-মার কাছ থেকে টাকা নিতে খুব লজ্জা করে কিন্তু কি করবো বলুন এখন ও নিজের পায়ে দাড়াতে পারেনি। পড়ি একটা প্রাইভেট ভার্সিটি তে পাস করার পর চাকরি পাইকিনা সেটা নিয়া সন্দেহ আসে। আমার লাইফ এ প্রেম ভালবাসার তেমন ভাবে আসেনি যাকে মন থেকে পছন্দ করতাম সেও আমাকে বুঝলনা। আমার ভালবাসার কোন মূল্যই দেয়নি সে। যাই হোক ভালই যাচ্ছে জীবনে আমার এখন আর আগের মত চাওয়া নাই আগের মত স্বপ্ন দেখিনা কারন স্বপ্ন দেখার ইচ্ছাটা মরে গেছে।
আর আমরা যারা মধ্যবিত্তের সন্তান তাদের তো স্বপ্ন দেখা বিলাসিতা । মধবিত্তদের আবেগ ,অনুভুতি,ইচ্ছা একটা বৃত্তের মাঝেই আটকে থাকে.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।