আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা, ছোটরা না পড়লে ভাল হয়!!!

আমি আমার আনন্দে লিখি!!!


জ্বলন্ত উন্মাদনার হাহাকারে ডেকে বলি তুমি ...
তুমি,
তুমি কি দেবী নাকি শুধুই নারী ?


তোমার স্পর্শের অহংকারে অর্জিত পুরুষত্ব আমায় , বিক্ষোভ জানায় ,
বিক্ষোভ জানায়
নিঃশেষ হবার বাসনায় ..
শুষে নেও বিস্তৃত এই পাপের ছন্দ
অসহ্য ক্ষুধা আমার ,
কামের গর্জনে আজ যে আমি বড় অন্ধ ..
নগ্নতার মাধুর্যে সৃষ্ট স্বত্তা তোমার ,
মিশিয়ে দেও
মিশিয়ে দেও আমার মাঝে দেবী ,
জাগিয়ে তোলো আজ পবিত্রতার আধার...


আমি শুনেছি তোমার কম্পিত সে বক্ষ ধ্বনি, উত্তেজনায় পিষ্ঠ করেছ
বাড়িয়ে চলেছি শুধুই অসহ্য সুখের গ্লানি ..


তোমার শুভ্র দুটি ঊরুর কম্পনে সুপ্ত
আগ্নেয়গীরির অশান্ত উত্তাপে ,
জাগ্রত হোক অস্তিত্ব আমার ,
আজ চিরন্তন সৃষ্টির উল্লাসে ..
মিশিয়ে দিয়ে সুধা ,
ওষ্ঠে বাড়াও ক্ষুধা
আর যে পারিনা দেবী ,
এ অপেক্ষা আমার করে দিওনা
আজ বৃথা ..
তোমাতে হয়ে একাকার!!!


বিলীন হোক ক্ষুব্ধ স্বত্তা এ আমার ,
তবেই যে জানবো আবার
ওগো তুমি
তুমি কি দেবী ,
নাকি শুধুই নারী ?
অথবা অস্তিত্ব আমার..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.