চেনা ফাগুনে অচেনা বৃষ্টি
ভিজিয়ে ধরার ধুলি
কিশোরীর এলোকেশ যায় যেন চড়ি।
মর্মর ধবনি নেই শুকনা পাতায়
মাটির পোকারা যায় ছুটে এদিক-ওদিক অবলীলায়।
ফাগুন যৌবন ধারা
যায় ছুটে ঐ
অপলক দৃষ্টিতে তন্ময় চেয়ে রই।
অচেনা বৃষ্টির ফোটা
পিটপিট ঝরে
দূরন্ত কিশোর বৃষ্টিতে বল নিয়ে খেলা করে।
শাখে বসে কাক এক
ভিজে হয় চুপসে
প্রকৃতি অপরূপ চোখ ধাঁধে রূপসে।
তপস্যার অবসান
ফাগুনে আগুন
বসন্তের অপরূপ আহা কী দারুণ।
চেনা ফাগুনে লাগিলে দোলা
যৌবন যুবতী মনে বাড়ায় বিষম জ্বালা
সৃষ্টির আহবান
জীবনের জয়গান
পুলকিত শিহরণ ঠেকে মনে মান-অভিমান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।