শনিবার জাতির জনককে নিবেদিত একটি গানের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।
তবে ওই অনুষ্ঠানের আয়োজক ‘আমরা সূর্যমুখী’কে সেই ধরনের সংগঠন বলে মনে করেন না বলেও জানান ওবায়দুল কাদের।
‘আমরা সূর্যমুখী’র সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব আবুল কালাম আজাদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক প্রমুখ।
জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরে ওই অনুষ্ঠানে কাদের বলেন, “বঙ্গবন্ধুর চেতনার সৈনিকের সংখ্যা কম থাকলেও ভালবাসার প্রেমিকের কমতি নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বঙ্গবন্ধু পরিবারের নাম নিয়ে অনেক রাজনৈতিক দোকানবাণিজ্য শুরু হয়েছে।
”
অনুষ্ঠানে চলমান উপজেলা পরিষদ নির্বাচন এবং পদ্মা সেতু বাস্তবায়ন নিয়েও কথা বলে যোগাযোগমন্ত্রী।
ছয় পর্বের উপজেলা নির্বাচনের দু্ই পর্বের ফলাফলের বিষয়ে তিনি বলেন, “রাজনীতিতে হারজিত থাকবেই। এখনো তিন ধাপের নির্বাচন বাকি রয়েছে। আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারছি কি না, সেটাই মুখ্য বিষয়। ”
বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর কাজ আগামী সাড়ে তিন বছরের মধ্যে শেষ করার আশাবাদ প্রকাশ করেন তিনি।
আগামী মে মাসের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এবং আগামী বছরের শেষ ভাগে মেট্রোরেলের কাজ শুরু হবে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।