ওয়ান্স আপন এ টাইম, এই দেশে দুইডা ডাকাইত দল আছিল। তাহাদের লোকে 'অমুক' ও 'তমুক' নামে জানিত। তাহারা আছিল অত্যন্ত ভয়ংকর। তাহাদের ইয়া বড্ডা বড্ডা গোফ আছিল। দুইনলা বন্দুক চালনায় তাহারা ছিলেন অত্যন্ত পারদর্শী।
তাহাদের দুই দলের মধ্যকার অনুষ্ঠিত 'বন্দুকযুদ্ধে' বহু লোক শহীদ হইয়াছিলেন বলিয়া জানা যায়। তাহাদের মধ্যকার বন্দুকযুদ্ধে প্রশাসন কোনরূপ ভূমিকা রাখিতে পারিত না। এইভাবে বহুকাল চলিবার পর আজ থেকে দুইশ বছর পূর্বে এই বাংলায় 'টুট টুট' নামে এক শাসক এর আগমন ঘটে, ওই শাসকের আমলে এই বাংলা শান্তি শৃঙ্খলায় 'বেল' পুরস্কার লাভ করে। ওই শাসকের আমলে অমুক ও তমুক দুই ডাকাত দল ও দুইনলা বন্দুকের বিলুপ্তি ঘটে। সেই সাথে বন্দুকযুদ্ধ পর্বের সমাপ্তি ঘটে।
ইতিহাসে হারিয়ে যায় বন্দুকযুদ্ধ নামক শব্দ। প্রায় দুইশ বছর পর এই বাংলায় আবার ফিরে এসেছে সেই বন্দুকযুদ্ধ। প্রায় বন্দুক যুদ্ধে হতা-হতের খবর পাওয়া যাচ্ছে। তবে এখনো সেই অমুক ও তমুক ডাকাতদলের কোন সদস্যকে খুঁজে পাওয়া যায়নি।
(এই গল্পের সকল ঘটনা কাল্পনিক, বাস্তবতার সাথে মিলিয়া গেলে সেটা কাকতালীয় হবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।