আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনে বন্দুকযুদ্ধ: ২ দস্যু আটক

এরা হলেন- খুলনার কয়রা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আলেক সরদারের ছেলে আবু বক্কর সরদার (৩৬) ও কয়রা গ্রামের আব্দুল হাকিম গাজীর ছেলে ইয়াছিন গাজী (৩২)।
সোমবার বিকেলে সুন্দরবন পশ্চিম বিভাগের শিবসা নদের আদাচাই ফরেস্ট ক্যাম্প এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার শফিকুল আলম।
রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরে মর্তুজা বাহিনীর সদস্যরা সুন্দরবন থেকে লোকালয়ে চাঁদাবাজি করতে আসছে- এমন সংবাদ পেয়ে কোস্টগার্ডের লে. কমান্ডার মুফতি মাহামুদ খানের নেতৃত্বে একটি দল অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি চালায়।
শফিকুল বলেন, “সোমবার বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। বনদস্যুকে পিছু হটার সময় ধাওয়া করে গুলিবিদ্ধ আবু বক্কর ও ইয়াছিনকে আটক করে কোস্টগার্ড ।”
এসময় তাদের কাছ থেকে গুলিবিহীন একটি বিদেশি পিস্তল ও দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
তাদেরকে মংলার কোস্টগার্ড দপ্তরে জিজ্ঞাসাবাদ শেষে খুলনার কয়রা থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।