আমাদের কথা খুঁজে নিন

   

উস্তাদ নুসরাত ফতেহ আলী খাঁ, উস্তাদ সুলতান খাঁ : পুকার - দ্যা একো

শী ওয়াজ বর্ণ ইন স্প্রীঙ, বাট আই ওয়াজ বর্ণ টুউ লেইট; ব্লেইম ইট অন অ্যা সিম্পল টুইস্ট অভ ফেইট! কাওয়ালী সম্রাট উস্তাদ নুসরাত ফতেহ আলী খাঁ (১৯৪৮ - ১৯৯৭) ও সারেঙ্গী সম্রাট উস্তাদ সুলতান খাঁ (১৯৪০ - ২০১১) - বিশ্ব সঙ্গীতের দুই শ্রেষ্ঠ খাঁ সাহিব। উভয়েই ছিলেন উভয়ের গুণমুগ্ধ ভক্ত। বিভিন্ন অনুষ্ঠানে বার কয়েক দেখা হয়েছিল তাঁদের, এমনকি ১৯৯৭ এ অকাল প্রয়ানের ঠিক পূর্বাহ্ণেই নুসরাত খাঁ সাহিবের সাথে শেষ যে সঙ্গীতজ্ঞের দেখা হয়, তিনি সুলতান খাঁ সাহিব। তবে একত্রে সঙ্গীত পরিবেশনের সুযোগ কখনোই হয়নি তাঁদের এবং এ নিয়ে সুলতান খাঁ সাহিব আমৃত্যু (২০১১) আক্ষেপ করে গেছেন। তবে আধুনিক প্রযুক্তির এই যুগে অনেক অধরাও ধরা দেয়, অনেক মনস্কামনাই কিছুটা হলেও পূরণ হয়।

আলোচ্য অ্যালবামটি তেমনই এক অভূতপূর্ব পরিকল্পনা ও প্রচেষ্টার অভাবনীয় ফসল। ১৯৮৯ সালে, সুলতান খাঁ সাহিব, লন্ডনের কুফা গ্যালারীতে এক অসাধারণ কাওয়ালী অনুষ্ঠান রেকর্ডিং করেন। নুসরাত খাঁ সাহিবের মৃত্যুর ২ বছর বাদে, ১৯৯৯ সালে, সেই অসাধারণ রেকর্ডিঙের সাথে, সুলতান খাঁ সাহিব, তাঁর সারেঙ্গী ও ভোকাল যোগ করে রেকর্ড করেন এই অসাধারণ যুগলবন্দী অ্যালবাম - পুকার : দ্যা একো। এ এক অবিস্মরণীয় ও অত্যাশ্চর্য অভিজ্ঞতা - স্থান, কাল, সময়ের বাঁধা অতিক্রম করে, জীবন মৃত্যুর সীমারেখার দুই প্রান্তের দুই জগত থেকে দুই শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ যেন একসাথে গাইছেন - ইহকাল ও পরকালের মেলবন্ধন ঘটিয়ে তাঁরা যেন একইসাথে এক আরাধ্যের সাধন করছেন। আল্লাহ তাঁদের সাধনা কবুল করুন এই কামনা নিয়ে ও সবাইকে 'রমজানুল মোবারক' জানিয়ে পেশ হচ্ছে - উস্তাদ নুসরাত ফতেহ আলী খাঁ, উস্তাদ সুলতান খাঁ : পুকার - দ্যা একো কুশীলব : উস্তাদ নুসরাত ফতেহ আলী খাঁ ও তাঁর কাওয়ালী দল উস্তাদ সুলতান খাঁ - সারেঙ্গী ও ভোকাল উস্তাদ আব্দুল সাত্তার তারী - তবলা ১ আল্লাহ-হু, আল্লাহ-হু, আল্লাহ-হু (৩০:৪২) ২ আলী আলী আলী মাওলা আলী আলী (৩১:৪৫) ৩ ম্যায় তো পিয়া সে ন্যায়না লাগা আয়ি রে (১০:৫৮) কোয়ালিটি : ১৬৫ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ : ৭৫ মেগাবাইটস ডাউনলোড : পুকার - দ্যা একো পূর্বশর্ত : ডাউনলোড করতে হলে ফোরশেয়ারড -এ অ্যাকাউন্ট থাকতে হবে।

অত্যন্ত সহজেই এই অ্যাকাউন্ট করা যায়।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.