খুব অল্প সময়েই বিজ্ঞাপনের মডেল হিসেবে যেমন দর্শকপ্রিয়তা পেয়েছেন নুসরাত ফারিয়া ঠিক তেমনি উপস্থাপনাতেও তিনি পেয়েছেন বেশ দর্শকগ্রহণযোগ্যতা। বিজ্ঞাপনে গ্ল্যামারাস উপস্থিতি এবং উপস্থাপনায় তার ভিন্ন ধরনের স্টাইল দর্শককে মুগ্ধ করেছে। এই মডেল তারকা ও উপস্থাপিকা এবার নতুন একটি লাইভ শো'র উপস্থাপক হিসেবে দর্শকের সামনে আসছেন। স্যাটেলাইট চ্যানেল আরটিভির নতুন লাইভ অনুষ্ঠান 'লেট নাইট কফি' অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা যাবে ফারিয়াকে। যুব সমাজের নানান সমস্যা নিয়ে সমাধান খোঁজার চেষ্টা বিষয়ক এক ঘণ্টার এই অনুষ্ঠানটি ২৫ জানুয়ারি থেকে প্রচার শুরু হতে যাচ্ছে।
ফারিয়া বলেন, 'উপস্থাপনা করতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই নতুন আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করার বিষয়টি নিশ্চয়ই আমার কাছে অনেক ভালোলাগার। চেষ্টা করব নতুন অনুষ্ঠানটিতে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার। ফারিয়া প্রথম বিজ্ঞাপনের মডেল হন একটি মুঠোফোন কোম্পানির। সম্প্রতি তিনি 'ফেয়ার অ্যান্ড লাভলী' ও 'সেন্টার ফ্রেশ'র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন।
এখন নুসরাত ফারিয়া এসএটিভির 'এসএ লাইভ স্টুডিও', এটিএন বাংলার 'ট্রেন্ড', জিটিভির 'লাঙ্ ওয়ার্ল্ড অব গ্ল্যামার' এবং রেডিও ফুর্তিতে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল এবং বুধবার রাতে ১২টা থেকে ২টা পর্যন্ত 'নাইট শিফট উইথ নুসরাত ফারিয়া' অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনাও করছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।