রোববার রাজধানীতে এক সভায় তিনি বলেন, “উপজেলা নির্বাচনে ভোটের ফলাফল পক্ষে নিতে সরকার নানা কলা-কৌশল ও অপচেষ্টা চালিয়েছে।
“কিন্তু তারপরও তারা নিজেদের পক্ষে ফল আনতে পারেনি। কারণ জনগণ তাদের পক্ষে নেই। ”
গত ১৯ ও ২৭ ফেব্রুয়ারি দুই ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ২১০ উপজেলার মধ্যে বিএনপি সমর্থক চেয়ারম্যানরা ৯৬ উপজেলায় জয়ী হয়েছেন। তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর নেতাদের নিয়ে ১৯ দলের চেয়ারম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে।
অন্যদিকে দুই পর্ব মিলিয়ে ক্ষমতাসীন দলের চেয়ারম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে। অর্থাৎ দশম সংসদ নির্বাচন বয়কটকারী ১৯ দলের উপজেলা চেয়ারম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে ৩৭ জন বেশি।
বিএনপি নেতাকর্মীদের ‘হত্যা’ ও ‘গুম’ করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “ভিন্নমত ও বিরোধী দলের নেতা-কর্মীদের কেবল মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেই সরকার ক্ষান্ত হচ্ছে না।
“প্রতিদিন নেতা-কর্মীদের গুম করে হত্যা করা হচ্ছে।
আগে ক্রসফায়ার হতো, এখন বন্দুকযুদ্ধে মানুষ হত্যা করা হচ্ছে। এভাবে সরকার হত্যা-গুমের মাধ্যমে গোটা জাতিকে সরকার জিম্মি করে রেখেছে। ”
‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনা দেশের জন্য ‘খারাপ আলামত’ মন্তব্য করেন বিএনপির এই নেতা বলেন, “ময়মনসিংহের ত্রিশালের কাছে পুলিশ ভ্যান থেকে সম্প্রতি যে তিন জঙ্গি পালিয়ে যায়, তাদের একজনকে ধরার পর বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। জঙ্গি ছিনতাইয়ের ঘটনা যার কাছ থেকে পাওয়া যেত তাকে রাতে এভাবে হত্যা করার বিষয়টি রহস্যজনক। ”
তিনি বলেন, “আজো মাগুরার কাছে ক্রসফায়ারে একজনকে মেরে ফেলা হয়েছে।
আজ কারো নিরাপত্তা নেই। যে কাউকে ধরে নিয়ে বন্দুকযুদ্ধের নাম করে হত্যা করা হতে পারে। ”
গত বছরের ২৫ অক্টোবর থেকে চলতি বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত পুলিশের গুলিতে ৩০৪ জন মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেন মির্জা ফখরুল।
সরকারবিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মুনির হোসেন, মহানগর দক্ষিণের আহ্বায়ক আলী রেজাউর রহমান রিপন, উত্তরের আহ্বায়ক ইয়াসীন আলী, লিটন মাহমুদ, সাহাবুদ্দিন মুন্না প্রমুখ বক্তব্য দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।