আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা যাইহোক, অবশেষে আসল চেহারা ধরা পড়ল, আমার যতটুকু ধারনা বাংলাদেশ সরকার এতটুকু বুঝতে পারেনি, কিন্তু এই দ্বায়ভার অবশ্যই সরকার কেই এড়াতে হবে। এইমুহুর্তে একটা বিষয় স্পষ্ট, যে তুরস্ক যুদ্ধাপরাধী দের বাচাতে মুসলিম বিশ্বে আরও কয়েকধাপ এগিয়ে যাবে, আর তাই এখনি সরকারের প্রয়োজন একটি প্যারালাল সিদ্ধান্তে পৌছা, কিভাবে সেটা রুখা যাবে। তুরস্ক বা বাকি মুসলিম বিশ্ব কিভাবে আর নাক গোলাতে সাহস না পায় সেই পথে হাতে হবে। প্রয়োজনে ওআইসির মত সংগঠন কে বয়কট করার সিদ্ধান্ত নিতে হতে পারে।
প্রাথমিক ধাপ হিসেবে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্টদূত কে বহিঃস্কার করতে হবে। এবং তুরস্কের সাথে সকল ধরনের কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
আমি মনে করি এ ছাড়া আর বিকল্প পথ বাংলাদেশ সরকারের সামনে খোলা নেই। কেবল বহিঃস্কার করলেই এই সমস্যার সমাধান হতে পারে।
এইখাতে সরকারের পাশে বাংলাদেশের বৃহত্ একটি অংশ থাকবে, যারা দেশকে ভালবেসে হাসি মুখে প্রাণ দিয়ে দিতে দ্বিধা করে না।
পাশাপাশি এটাও মনে রাখতে হবে, কিছু উম্মাদ রা এই সিদ্ধান্তের সমালোচনা করবে, যদিও তাতে কিছু যাবে আসবে বলে মনে করি না।
মূল খবরের লিঙ্ক
@সুলতান মির্জা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।