ভর্তি পরীক্ষা চলাকালীন রোববার দুপুরের পর এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছে। সংঘর্ষের সময় অন্তত পাঁচ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।
বেলা সাড়ে ৪টায়ও বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের মীর মশাররফ হোসেন (এমএইচ) হলের সামনে সংঘর্ষ চলছিল, সেখানে পুলিশও অবস্থান নিয়েছে।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব আহমেদের নেতৃত্বে একদল এমএইচ হলের সামনে অবস্থান নিয়ে ইট ছুড়ছে হলের ভেতরের দিকে।
অন্যদিকে এএইচ হলের ভেতরে থেকে সভাপতি মাহমুদুর রহমান জনির সমর্থকরা বাইরে অবস্থানরতদের দিকে ইট-কাঠ ছুড়ছে।
দুই পক্ষের এই সংঘর্ষের মধ্যে অন্তত পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
সংঘর্ষ চলার মধ্যে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার সাভার সার্কেলের এএসপি রাসেল শেখের নেতৃত্বে অর্ধশত পুলিশ এমএইচ হলের সামনে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ছররা গুলি ছুড়তে দেখা যায়।
শিক্ষার্থীরা জানায়, ভর্তি পরীক্ষার মধ্যে ক্যাম্পাসে বসা বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদা দাবি করা নিয়ে বেলা আড়াইটার দিকে শহীদ মিনারে ছাত্রলীগের সালাম-বরকত ও এমএইচ হল শাখার কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এরপর সাধারণ সম্পাদক রাজীবের নেতৃত্বে সালাম-বরকত হলের ছাত্রলীগকর্মীরা দল বেঁধে এমএইচ হলের দিকে যাত্রা শুরু করে।
নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামের নিয়োগ পাওয়ার দিনই জাহাঙ্গীরনগরে সংঘর্ষে জড়াল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।
বাংলাদেশের ইতিহাসে ফারজানাই প্রথম নারী, যিনি কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন। তিনি নৃবিজ্ঞানের অধ্যাপক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।