বিক্ষিপ্ত ভাবনা
প্রথমালুর নিউজ পড়তে গেলেই মাথা খারাপ হয়ে যায়। বেশীরভাগই ভারতীয় নিউজ। বিশেষ করে তাদের বিনোদনের পাতায়তো বাংলাদেশের নিউজ খুজে পাওয়াই কঠিন। আজকের অনলাইন বিনোদনের পাতার সব নিউজই ভারতীয়। তাই প্রশ্ন দেখা দিয়েছে - প্রথমালু কি বাংলাদেশের কোন নিউজ পেপার না ভারতীয় টেবলয়েড। টেবলয়েডের কাজ হল - নিউজকে রংলাগিয়ে রগরগে করে তোল। ভারতীয় নিউজ কাভার করার ক্ষে্ত্রে তারা মানুষের মধ্যে রং চড়ানোর কাজ করে। আজকের কয়েকটি নিউজ হেডিং দেখুনঃ
১) সমঝোতার পথে হৃতিক-সুজান!
২)শুভশ্রী-প্রেমের বিষয়টি অস্বীকার করলেন দেব
৩)এবার অবকাশযাপনে রণবীর-ক্যাটরিনা শ্রীলঙ্কায়!
৪)টম ক্রুজের চেয়েও জনপ্রিয় শাহরুখ!
৫)ভারতে ‘আপ’-এর পর ‘খাপ’
৬) খুদে বচ্চনকে নিয়ে ব্যস্ত ঐশ্বরিয়া
৭) এ আর রহমানের কনসার্ট ১৩ মার্চ
পুরো বিনোদনের পাতায় বাংলাদেশের নিউজ হাতে গোনা ২/১ টি। কলকাতা বা বলিউডের কেউ টয়লেটে গেলেও তা মতিআলুতে ছাপা হয়।
আসলে প্রথমালুর কাজ হচ্ছে বাংলাদেশে ভারতীয় বাজার তৈরি করা!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।