তিনি বলেন, সিরিয়ার প্রকৃত বন্ধু রয়েছে। প্রেসিডেন্ট বাসার আল আসাদের সেনাবাহিনীকে পরাজিত করার জন্য বিরোধীপক্ষ খুবই দুর্বল।
হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল মানারে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
বিবিসির আরব বিষয়ক বিশ্লেষক সেবাস্তিয়ান উশের বলেছেন, এই বক্তব্যের মধ্যে কৌশলে নিশ্চিত করা হয়েছে, ওই গোষ্ঠীটি প্রতিবেশী সিরিয়ায় লড়াই করছে।
সিরিয়ার সরকারবিরোধীপক্ষ দীর্ঘ সময় ধরেই দাবি করে আসছে, ইরানসমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী আসাদকে সহায়তার জন্য যোদ্ধা সরবরাহ করছে।
নাসরাল্লার উদ্ধৃতি দিয়ে এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, ‘লেবানিজ অধ্যুষিত গ্রামগুলোর নিয়ন্ত্রণ নিতে আমরা বড় ধরনের বাহিনী প্রস্তুত করেছি। আর এ কারণে এটা খুব স্বাভাবিক প্রত্যেক সম্ভাব্য এবং প্রয়োজনীয় সময়ে সিরীয় সেনাবাহিনীকে সহায়তার হাত বাড়ানো। ’
হিজবুল্লাহ নেতা বলেন, তিনি কখনো তার যোদ্ধাদের প্রসঙ্গ গোপন করেন না। কিন্তু বিভিন্ন খবরে প্রকাশ, হিজবুল্লাহ যোদ্ধাদের বড় অংশ নিহত হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন নাসারাল্লাহ।
তিনি হুঁশিয়ারি করে দিয়ে বলেন, দামেস্কর দক্ষিণাঞ্চলে শিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাজার রয়েছে।
ওই মাজার যদি কোনো কারণে ধ্বংস হয়, তবে তার জন্য যে প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়বে সেটি হবে নিয়ন্ত্রণের বাইরে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদবিরোধী বিক্ষোভসহিংসতা ক্রমে গৃহযুদ্ধে রূপ নেয়। ২ বছরের এই যুদ্ধে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।