আমাদের কথা খুঁজে নিন

   

যমুনার পন্যবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহনে প্রেস স্টিকার বন্ধের নির্দেশ

এবার গাজীপুরের পুলিশ সুপার নির্দেশ দিলেন যমুনা গ্রুপের বিভিন্ন গাড়িতে প্রেস বা সাংবাদিকের স্টিকার না লাগাতে।

গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় থাকা যমুনা গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গাড়িতে প্রেস, সংবাদপত্র বা সাংবাদিক লিখে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অবাধে চলাফেরা করছে। তারই প্রেক্ষিতে আজ গাজীপুর পুলিশ লাইনে এক মতবিনিময় সভায় উপরোক্ত আদেশ দেন পুলিশ সুপার।

পুলিশ-সাংবাদিক মতবিনিময় সভায় যমুনা গ্রুপের পন্যবাহী গাড়িতে প্রেসের স্টিকার লাগানো বিষয় উপস্থাপিত হওয়ার পর গাড়িতে স্টিকার লাগিয়ে চলাফেরার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার।

আজ গাজীপুর পুলিশ লাইনের অন্তরঙ্গ মিলনায়তনে পুলিশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় ওই নির্দেশ দেন গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম।

মতবিনিময় সভায় একটি বেসরকারী টিভি চ্যানেলের গাজীপুর প্রতিনিধি বক্তব্য দিতে গিয়ে বলেন, গাজীপুরের বাইপাস সড়কের ভোগড়া এলাকায় যমুনা গ্রুপের একটি পন্যবাহী গাড়িতে প্রেসের স্টিকার লাগানো থাকায় তিনি গাড়ির চালককে স্টিকারের বিষয়ে প্রশ্ন করেছিলেন। গাড়ির চালক পন্যবাহী গাড়িটিতে  দৈনিক যুগান্তর পত্রিকার মালিকের নির্দেশে প্রেস স্টিকার লাগানো হয়েছে বলে ওই সাংবাদিককে জানান। যমুনাসহ বিভিন্ন গাড়িতে প্রেসের স্টিকার লাগানোর বিষয়টি মতবিনিময় সভায় উপস্থাপিত হওয়ার পর পুলিশ সুপার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, দুর্ধর্ষ জঙ্গীসহ অপরাধীদের আটকের জন্য আজ বিকাল থেকে গাড়িতে সকল ধরণের স্টিকার লাগানোর উপর নিষেধাজ্ঞা দেন। প্রেসসহ বিভিন্ন স্টিকার লগানো গাড়ি গুলো আটকের জন্য অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

পুলিশ সুপার তার বক্তব্যে আরো বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সাংবাদিকদের সহযোগিতা একান্ত জরুরী।

তদন্ত চলমান থাকার কারণে সম্প্রতি তিন জঙ্গী কয়েদী ছিনতাইয়ের বিষয়ে জেলা পুলিশের অবস্থান ব্যাখ্যা করতে অপরাগতা প্রকাশ করেন তিনি। তবে অপরাধ দমনে গাজীপুর জেলা পুলিশের লোকবল বৃদ্ধি ও দায়িত্ব পালনে আরো সতর্ক হওয়ার উপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

একটি অনলাইন মিডিয়ার স্টাফ রিপোর্টারের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার অতিশিঘ্রই গাজীপুর জেলা পুলিশের একটি ওয়োবসাইট চালু করা হবে বলে ঘোষনা দেন। একই সঙ্গে ভূয়া সাংবাদিক দমনে জেলায় কর্মরত সাংবাদিকদের একটি তালিকা তৈরীর আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গোলাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ) মো. মিজানুর রহমান, শ্রীপুরের সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান, গাজীপুর জেলা বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওওয়ান) মো. আমজাদ হোসেন, গাজীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরসহ উর্ধবতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

মতনিবিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের (একাংশের) সভাপতি ফজলুল হক মোড়ল (চ্যানেল আই), সহসভাপতি মীর মো. ফারুক (বাংলাভিশন), সাধারণ সম্পাদক একেএম রিপন আনসারী (বাংলানিউজ), প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. মোসত্মাফিজুর রহমান টিটু (জনকণ্ঠ), নির্বাহী সদস্য আবুল হাসান (ইনডিপেনডেন্ট টিভি), সম্মানিত সদস্য শফিকুল ইসলাম টিটু (সময় টিভি), দপ্তর সম্পাদক আতিকুর রহমান আমিন (মোহনা টিভি), শেখ সফিউদ্দিন জিন্নাহ (বাংলাদেশ প্রতিদিন) সহ অনেকে।

অপরদিকে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের দখলে থাকা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার দৃষ্টিপ্রতিবন্ধীদের জায়গার বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) তদন্তের নির্দেশ দেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।