তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আর দুর্বল করতে চান না রাহুল গান্ধী। ইতোমধ্যে প্রদেশ কংগ্রেসের নেতাদের তিনি সরাসরি জোট হবে না বলে নির্দেশ দিয়েছেন। যদিও তিনি এটাও জানিয়েছেন, জোট করার জন্য তৃণমূলের পক্ষ থেকে পরোক্ষভাবে একাধিক বার্তা পাঠানো হয়েছে। তাও তিনি জোট করতে রাজি নন।
বৈঠকের পর রাহুল গান্ধীর বরাত দিয়ে অধীর চৌধুরী জানান, অতীত অভিজ্ঞতায় জোট হলে অন্যরা লাভবান হয়েছে।
কিন্তু দল দুর্বল হয়েছে। পশ্চিমবঙ্গে এমনটা হয়েছে। তামিলনাড়ুতেও একই কারণে দল দুর্বল হয়েছে। তাই ওই ভুলের পুনরাবৃত্তি করা হবে না। একা একা লড়াই হবে।
এদিকে, সোমবারের বৈঠকে রাহুল গান্ধী স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রবীণ নেতাদের ভোটে লড়তেই হবে। বৈঠকে উপস্থিত প্রদীপবাবু বয়স হয়ে যাওয়ার কথা বলেন অপারগতা জানান। কিছুদিন আগে আব্দুল মান্নানের দিল্লি বিমানবন্দরে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল। তিনি তার পা দেখিয়ে বলেন, সম্পূর্ণ সুস্থ হতে এখনও মাস ছয়েক সময় লেগে যাবে। এই ভাঙা পা নিয়ে তিনি প্রচারের ঝক্কি সামলাতে পারবেন না।
আর দলের অপর প্রবীণ মানস ভূঁইয়া নিজের স্ত্রীকে প্রার্থী করতে চেয়েছিলেন। কিন্ত্ত রাহুল তাকে বলেন, 'আপনাকেই লড়তে হবে। '
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।