প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু ও স্থানীয় সংসদ সদস্যের ছবি ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনায় লালমনিরহাটে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ফলে প্রকাশ্য রূপ নিয়েছে দলীয় কোন্দল।
ছবি ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনার প্রতিবাদে গতকাল জেলা ছাত্রলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান নয়ন। তিনি অভিযোগ করেন, ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা স্বপন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জাপা সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ দুলাল ও তার কর্মীরা প্রতিবাদ জানালে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক জেলার বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি ভাঙচুর ও অগি্নসংযোগ করে। বিষয়টিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজনসহ তৃণমূল আওয়ামী লীগ সমর্থকরা প্রতিবাদ সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।