আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু মেরিটাইমে উপাচার্য নিয়োগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথম উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। চার বছরের জন্য উপাচার্য নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এ এস এম বাতেন। এ ছাড়া একই মেয়াদে রেজিস্ট্রার পদে কমোডর খন্দকার তৌফিকুজ্জামান ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কমোডর এ এন এ রেজাউল হক। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয় বিগত মহাজোট সরকার।

সংসদে পাস হওয়ার পর গত বছরের ২৬ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি আইনে সম্মতি দেন রাষ্ট্রপতি। নিরাপদ জাহাজ চলাচল ব্যবস্থাপনা, প্রশাসন, নৌ-প্রকৌশল, প্রযুক্তি, ওশানোগ্রাফি, আন্তর্জাতিক মেরিটাইম আইন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান ও গবেষণা হবে এই বিশ্ববিদ্যালয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.