আমাদের কথা খুঁজে নিন

   

অবিলম্বে যমুনা গ্রুপের মাদক বাণিজ্য বন্ধ 

শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর অনুসারী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হুমায়ুন কবীর গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের মদকে হারাম করেছেন। কোরআন-সুন্নাহর আলোকে মাদকদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ। তাই হান্টার, ক্রাউন, উমর খৈয়ামসহ সব ধরনের মাদক তা যে কোনো নামেই হোক না কেন, ইসলামে নিষিদ্ধ। জীবনবিধ্বংসী মাদক সেবনের কারণে সমাজের তরুণ, যুবক ও বৃদ্ধ সব বয়সের অসংখ্য মানুষ এর রাহুগ্রাস থেকে বের হতে পারে না। সরকারি প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান মাদকের বিরুদ্ধে কথা বললেও কার্যকর ভূমিকা না নেওয়ায় দিন দিন তা বেড়েই চলছে। ইসলামে মদের উৎপাদন, বাণিজ্য তথা এর যে কোনো পর্যায়ে সহযোগিতামূলক অংশগ্রহণ সম্পূর্ণ হারাম। যমুনা গ্রুপ মাদকবাণিজ্য করার বিষয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম সূত্রে যেসব বিশেষ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তা পড়ে কোনো ইমানদার মানুষের ঘরে বসে থাকার সুযোগ নেই। এসব হারাম পণ্যের মাধ্যমে একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে নীরব যুদ্ধ পরিচালিত হচ্ছে, অন্যদিকে দেশের মানুষকে মাতাল বানিয়ে যমুনা গ্রুপ গোটা জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। ৯০% মুসলমানের দেশে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। মদের উৎপাদন ও বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলনে নামা সব মুসলমানের ইমানি দায়িত্ব। নেতারা আরও বলেন, মুসলমানদের দেশে মসজিদ ও কবরস্থান ভেঙে যমুনা ফিউচার পার্কে মদ উৎপাদনের কোনো আয়োজন মেনে নেওয়া হবে না। আলেম-ওলামারা অতীতেও হান্টারসহ জীবনবিধ্বংসী মাদকের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এখনো এর বিরুদ্ধে সর্বস্তরের আলেম সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। সরকারের উচিত এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া, অন্যথায় মুসলমানরা তাদের সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে মাদকবিরোধী ইমানি আন্দোলনে মাঠে নামতে বাধ্য হবেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.