আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধের ষষ্ঠ দিনেও সংঘর্ষ ভাঙচুর, আগুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধের ষষ্ঠ দিনে গতকাল রাজধানী ঢাকায় কোনো প্রভাব পড়েনি। তবে রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ফেনীতে অগি্নদগ্ধ ট্যাঙ্চিালক গতকাল মারা গেছেন। গতকাল রাজধানীতে জীবনযাত্রা ছিল পুরোপুরি স্বাভাবিক। নগরপরিবহন চলাচল ছিল অন্যান্য স্বাভাবিক দিনের মতোই। কম ছিল না ব্যক্তিগত যানবাহনও। পুরোপুরি না হলেও বিভিন্ন গন্তব্যে বাস ছাড়তে শুরু করেছে। বাইরে থেকে ঢাকায় বাস আসলেও তা এসেছে পুলিশ পাহারায়। রেল চলাচল করলেও শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি কর্তৃপক্ষ। লঞ্চ ছেড়েছে নির্ধারিত সময়েই।

গতকাল সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হরতাল-অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষজনের ধৈর্যের বাঁধ যেন আর মানছিলই না। জীবনের তাগিদেই যেন তারা হুমড়ি খেয়ে বেড়িয়েছিলেন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। কোনো বাধা তাদের আর রুখতে পারেনি। বিভিন্ন সড়ক কিংবা গলিতেও আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দূরপাল্লার যানবাহনের টিকিট কাউন্টারগুলো যাত্রীদের পদচারণায় মুখরিত ছিল। পরিবহন কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, 'নিরাপত্তাজনিত কারণে' তারা গাড়ি ছাড়েনি এতদিন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকায় তারা বাস ছাড়তে শুরু করেছে। তবে আগামী ২-১ দিনের মধ্যে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাস মালিক শ্রমিক সমিতির নেতারা।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- ফেনী : পিকেটারদের দেওয়া আগুনে অগি্নদগ্ধ সিএনজি অটোরিকশাচালক শাহাব উদ্দিন গতকাল মারা গেছেন। নিহত শাহাব উদ্দিন ফেনী সদর উপজেলার যাত্রাসিদ্দির নুরুজ্জামানের ছেলে। শনিবার দুপুরে ফেনী শহরের সেন্টাল হাই স্কুলের সামনে শাহাব উদ্দিনের সিএনজিতে পিকেটাররা আগুন ধরিয়ে দেয়। আহত শাহাব উদ্দিনকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল ভোরে তার মৃত্যু হয়। বরিশাল : নগরীর বাজার রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতা-কর্মীরা। বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা বিক্ষোভ করেছে। দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের জয়শ্রী এলাকায় কয়েকটি যানবাহন ভাঙচুর করে অবরোধ সমর্থকরা। নাশকতার আশঙ্কায় গতকাল মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ মো. নূরুল আমীনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জয়পুরহাট : দুর্গাদহ বাজারের বেলতলী সড়কে বুধবার রাতে আলুবোঝাই ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। স্থানীয় দোয়ানী ঘাট থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে ট্রাকটিকে পেট্রলবোমা ছুড়লে ট্রাকটি আলুসহ পুড়ে যায়। পুলিশ তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে। জামালপুর : শহরের স্টেশন রোডস্থ বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বাইপাস এলাকায় সমাবেশ করে। অপরদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেনসহ বিএনপিপন্থি আইনজীবীদের গ্রেফতার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সিরাজগঞ্জ : বুধবার রাতে কামারখন্দে রেলস্টেশনের কাছে সিল্কসিটি ট্রেনে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। এর আগে এনায়েতপুর থানার কেজি মোড়ে শিরিব কর্মীরা ঝটিকা মিছিল বের করে এবং দুটি পিকআপভ্যান, একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও পাঁচটি নসিমন ভাঙচুর করে এবং চণ্ডিদাসগাতীতে তিনটি সিএনজি ভাঙচুর করে অবরোধকারীরা। টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবস্থান নিতে পারেনি অবরোধকারীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) : সকালে আড়াইহাজার উপজেলার পাঁচরুখীতে সড়কে টায়ারে আগুন দিয়ে অবরোধ কর্মসূচি পালন করে যুবদল। পুলিশ ধাওয়া করলে পালিয়ে যায়। নওগাঁ : বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সমাবেশ করেছে জোটের নেতা-কর্মীরা। মৌলভীবাজার : বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোট। মানিকগঞ্জ :বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বগুড়ায় হরতাল : জেলা জামায়াত আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে গতকাল জামায়াতের হরতাল চলাকালে বিকালে শহরের ইয়াকুবিয়া মোড়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করেছে হরতাল সমর্থকরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

শুক্র-শনি অবরোধ স্থগিত : শুক্র ও শনিবার এ দুদিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেছে ১৮ দলীয় জোট। তবে রবিবার থেকে পূর্ব নির্ধারিত অবরোধ কর্মসূচি চলবে। গতকাল এক ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এদিকে আজ জুমার নামাজের পর সারা দেশের মসজিদ, মন্দির ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করবে ১৮ দলীয় জোট। শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.