শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দর উপজেলার ধামগড় পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি তুলার বেলিং হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানার মালিকপক্ষ।
গতকাল মঙ্গলবার গভীর রাতে মাইনুল হাসান এন্টার প্রাইজ নামে ওই তুলার বেলিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে উত্পাদিত তুলা, বেলিং মেশিন এবং গুদাম ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে বন্দর ও ডেমরা ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আজ বুধবার ভোরে আগুন নেভাতে সক্ষম হয়।
মাইনুল হাসান এন্টার প্রাইজের মালিক পাভেল জানান, গভীর রাতে বন্ধ থাকা অবস্থায় তুলার বেলিং কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে উত্পাদিত তুলা, বেলিং মেশিন ও গুদাম পুড়ে গিয়ে তার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বন্দর থানার ওসি আক্তার মুর্শেদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
গত ১০ বছরে এ প্রতিষ্ঠানে তিনদফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে জানায় স্থানীয়রা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।