রূপগঞ্জে এলাহী ট্রেডার্স নামে একটি তুলার মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগিন্নকান্ডে তুলার মিলের সাথে ঈসমাইল ভূইয়া নামে এক ব্যবসায়ীর একটি ঘর পুড়ে আরও ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ দুপুর ২ টায় উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, আজ দুপুরে মধ্যাহ্ন বিরতির সময় হঠাত্ তুলার মিলের ভেতরে আগুন লেগে আগুনের লেলিহান শিখা উপরে উঠে যায়।
টের পেয়ে এলাকাবাসী মিলের গেটের তালা ভেঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে তুলা ও মেশিনপত্রসহ ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ দাবি করেছে।
এসময় তুলার মিলের সাথে ঈসমাইল ভূইয়া নামে এক ব্যবসায়ীর একটি ঘর পুড়ে আরও ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী দাবি করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ডেমরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোহাম্মদ মাহমুদ জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।