পটুয়াখালী সদর থানা মসজিদ সংলগ্ন একটি স্টলে তুলা ছাঁটাইয়ের কারখানা ও গুদাম আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক আব্দুল গণি শরীফ।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর থানার কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নুরুর ইসলাম হাওলাদার জানান, তুলা ছাঁটাইয়ের একটি বৈদ্যুতিক মেশিন থেকে সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কারখানার মালিক আব্দুল গণি শরীফ জানান, আগুন নেভানোর আগেই কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, কারখানার তৈরীকৃত লেপ, জাজিম, থান কাপড়সহ মজুদকৃত মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। কারখানার পাশের একটি স্টলে আগুন ছড়িয়ে পরায় তার মালিকানাধিন একটি অটোরিকশা ও কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।