আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি পাচ্ছে ‘রাজত্ব’

এটি শাকিব–ববি জুটির দ্বিতীয় সিনেমা। এ জুটির প্রথম সিনেমা ‘ফুল অ্যান্ড ফাইনাল’ মুক্তি পেয়েছে ২০১৩ সালে। এর পরিচালক ছিলেন মালেক আফসারী।

‘রাজত্ব’ সিনেমাতে শাকিব ও ববি অভিনীত চরিত্রের নাম সমাট্র ও রিয়ানা।

সিনেমাতে দেখা যাবে, সম্রাট তার এলাকাতে ‘১০% সম্রাট’ নামে পরিচিত।

তার ভয়ে সন্ত্রস্ত পুরো এলাকা। কিন্তু তার মা জানে, সে একজন পুলিশ অফিসার। একদিন ঘটনাচক্রে পরিচয় রিয়ানার সঙ্গে। রিয়ানা তখন তার বোনের খুনিদের উপর প্রতিশোধ নিতে হন্যে হয়ে ঘুরছে। সব শুনে সম্রাট যোগ দেয় রিয়ানার সঙ্গে।

এ সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রেবেকা ও প্রবীর মিত্র।

সিনেমাটি প্রযোজনা করছে ফ্যাটম্যান ফিল্মস। ছবিটিতে মোট ৫টি গান রয়েছে। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন অদিত। আবহ সংগীত করেছেন আলাউদ্দিন আলী এবং মানাম আহমেদ।

ফ্যাটম্যান ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটি কটি হলে মুক্তি পাবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বলে গ্লিটজকে জানান ইফতেখার।

অনন্ত জলিল-বর্ষা অভিনীত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে পরিচালকের খাতায় নাম লেখান ইফতেখার চৌধুরী। এরপর তার নির্মিত সিনেমা ‘দেহরক্ষী’ ও ‘অগ্নি’ মুক্তি পেয়েছে। তিনি এখন ‘অ্যাকশন জেসমিন’ ও ‘ওয়ান ওয়ে’ নামে দুটি সিনেমা নির্মাণ করছেন।

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে সোহেল রানা নামের তরুণ ঢালিউডে পরিচিত হয়ে ওঠেন শাকিব খান নামে।

২০১০ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ‘এবং ২০১২ সালে ‘খোদার পরে মা’ সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন। এখন তার প্রযোজনায় ‘হিরো- দ্য সুপারস্টার’ সিনেমার শুটিং চলছে। তার অভিনীত ‘ফাঁদ’ সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।

অন্যদিকে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে সিনেপর্দায় অভিষেক হওয়া ববি অভিনীত তিনটি সিনেমা এখন পর্যন্ত মুক্তি পেয়েছে।

শাকিব ও ববি  এখন ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘সালাম মালয়েশিয়া’ সিনেমায় অভিনয় করছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.