আমাদের কথা খুঁজে নিন

   

আবার চ্যাট! (CHAT)

ঝড় এসেছে, ওরে, এবার ঝড়কে পেলেম সাথি॥ - শুভ সকাল এই জিনিসটা আরও রসালো করে বলা যায় নাকি? - জি, ম্যাঙ্গো অথবা লিচু জুস এ চুবায়া আনেন। - এইটা অনভিপ্রেত কাকতালমাত্র - কালকে সকালে চাপাই থেকে কয়েক মন আম আসবে। ভালো করে চুবায়া নিবোনে - এতো ঢং যে পারেন! - সহজ কথা যায় না বলা সহজে। সহজ কথা কইলে তো কন কানে শুনিনা, ইন এ্যাডিশন উইথ দ্যাট চোখেও নাকি দ্যাখেন্না দীর্ঘদিন পর একটা ম্যারেজ সেরিমনি এটেন্ড করলাম, এখন বাসায় -দেখি তো, তাতেই এই কথা বলেন! না দেখলে? -আহ, না দেখলে এই আক্রমনটা অনেক মিস করবো- বন্ধু বাকশালী! - জি, বন্ধু অতীব ঝগড়াটে, মেজাজ অতিশয় খারাপ, উল্টাপাল্টা কথা বইলেন্না, কি বলতে কি বলবো- ভাল্লাগবেনা - ভাল্লাগে, ঝগড়ায় টান বাড়ে ভয় পাওয়া উচিৎ আমার, কিন্তু ঠিক আসতাছেনা, ভালো না লাগার মতো - কি বলতে কি বলার মতো আরো কিছু শোনার অপেক্ষায় রইলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.