আমাদের কথা খুঁজে নিন

   

লঙ্কানদের কাছে বাংলাদেশের হার

শ্রীলঙ্কারকে ২০৫ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৪৯ ওভারে সাত উইকেটে ২০৮ রান করে ম্যাচ জিতে নেয়। ম্যাথুস সর্বোচ্চ ৭৪ রান করে জয়ের নায়কে পরিনত হন।

২০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুতেই ৪ ওভার না যেতেই ৮ রানেই সাজঘরে ফিরে গেছেন সাঙ্গারকারা, পেরেরা আর জয়াবর্ধনে।

ইনিংসের ৩য় বলে স্কোর বোর্ডে রান যোগ না হতেই আল আমিনের বলে খোচা দিয়ে আনামুলের হাতে ধরা পড়েন পেরেরা।

পরের ওভারেই আল আমিন আবার আঘাত আনেন, এবার তার শিকার লঙ্কান ডেঞ্জারম্যান সাঙ্গারকারা। ২ রান করে নাসিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। প্রথম দুই ব্যাটসম্যানকে আল আমিন আউট করার পর পরই রান আউট হয়ে যান জয়াবর্ধনে।

এরপর থিরিমানে ও প্রিয়ঞ্জন ইনিংস মেরামতের চেষ্টা করলে জিয়াউর ফিরিয়ে দেন প্রিয়ঞ্জনকে। ২৪ রান করে আনামুলের কাছে ক্যাচ দেন।

ম্যাথুসের অর্ধশতক এরপর শ্রীলঙ্কার জয়ের প্পথ সুগম করে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।