আমাদের কথা খুঁজে নিন

   

লঙ্কানদের শিরোপা জয়

পঞ্চমবারের মতো এশিয়া কাপ ঘরে তুললো শ্রীলঙ্কা। আজ মিরপুরে ১২তম এশিয়াকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো লংকানরা।

পাকিস্তানের দেয়া ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৬.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে খুব সহজেই জয়ের লক্ষ্যে তারা।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেন পাকিস্তান।

পাকিস্তানের পক্ষে শেরজিল খান (৮), আহমেদ শেহজাদ (৫), মোহাম্মদ হাফিজ (৩), মিসবাহ-উল-হক (৬৫), ফুয়াদ আলম (১১৪), উমর আকমাল (৫৯) ও আফ্রিদি (০) রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্কা একাই ৫টি উইকেট নেন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

পাকিস্তান দল : শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মকসুদ, উমর আকমল, মিসবাহ উল হক, শহিদ আফ্রিদি, মোহাম্মদ তালহা, উমর গুল, সাঈদ আজমল ও জুনাইদ খান।

শ্রীলঙ্কা দল : কৌশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), চতুরঙ্গ ডি সিলভা, থিসারা পেরেরা, সচিত্র সেনানায়েকে, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।