আমাদের কথা খুঁজে নিন

   

লঙ্কানদের টার্গেট ২৬১

এশিয়া কাপের ফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৬০ রান। সর্বোচ্চ ১১৪ রান করে অপরাজিত রয়েছেন ফাওয়াদ আলম।   ওমর আকমল করেছে ৫৬ রান।

ওপেনিং জুটির শারজিল খান ৬ বল খেলে ব্যক্তিগত ৮ রানের মাথায় মালিঙ্গার বলে আউট হন। আরেক ওপেনার আহমেদ শেহজাদও তার বলেই এলবিডব্লিউ  সাজ ঘরে ফেরেন ৭ বলে ৫ রান করে।

এরপর মালিঙ্গার স্পিনে ঘরে ফেরেন হাফিজও। দারুণ ভাবে ১২২ রানের জুটি গড়েন ফাওয়াদ আলম ও মিসবাহ-উল-হক। দলীয় ১৪০ রানে মালিঙ্গার চতুথ শিকার হয় মিসবাহ।

আজ দুপুরে ১২তম এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

মিরপুরে গত এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান দল।

পাকিস্তান একাদশ : শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, মিসবাহ-উল-হক, উমর আকমল, ফাওয়াদ আলম, শহীদ আফ্রিদি, উমর গুল, সাঈদ আজমল, মোহাম্মদ তালহা ও জুনায়েদ খান।   

শ্রীলঙ্কা একাদশ : কুশাল জ্যানিথ প্যারোর, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জোলো ম্যাথিউস, ডি সিলভা, প্রিয়াঞ্জন, থিরেসার প্যারেরা, সচিত্র সেনানায়েকে, সুরঙ্গা লাকমাল ও  লাসিথ মালিঙ্গা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।