পুলিশের বাধায় আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা বের করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল। আজ সকালে রাজধানীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ এতে বাধা দেয়। পরে কার্যালয়ের সামনেই মহিলা দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার জেলায় জেলায় ও রাজধানীর প্রতি থানায় কালো পতাকা মিছিল ঘোষণা করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টায় বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মহিলা দলের শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল।
কর্মসূচিতে যোগ দিতে সকাল নয়টা থেকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আসতে থাকেন। কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসার পথে একটি মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখান থেকে চারজনকে আটক করে পরে আবার ছেড়ে দেওয়া হয়।
সকাল ১০টার কিছু সময় পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে মহিলা দল শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ কার্যালয়ের মুখে তা আটকে দেয়। এ সময় নারী পুলিশদের মহিলা দলের কর্মীদের ধস্তাধস্তি হয়।
এর পর থেকে পুলিশ তাঁদের কার্যালয়ের সামনে আটকে রাখে।
পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, জনজীবন ব্যাহত হয়, এমন কিছু করা যাবে না। মহিলা দলকে শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হয়নি। তারা অনুমতির কোনো কাগজ দেখাতে পারেনি। তাই তাদের শোভাযাত্রা করতে দেওয়া হয়নি।
এদিকে কর্মসূচিতে বাধা পেয়ে শনিবার দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সোমবার কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।