আমাদের কথা খুঁজে নিন

   

নারীদের জুতা পড়ে পুরুষদের প্রতিবাদ

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের উপর সহিংসতা প্রতিরোধে এক ব্যতিক্রমী প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে নারীদের সঙ্গে পুরুষরাও মেয়েদের জুতা পড়ে প্রতিবাদী র‌্যালিতে অংশগ্রহণ করে।

রাজধানীর গুলশানে আজ শনিবার সকালে উদ্যমে উত্তরণে শতকোটি (One Billion Rising Bangladesh)এবং কিউবি’র (Qubee)উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি গুলশান ২ এর ল্যান্ডমার্ক টাওয়ার থেকে শুরু হয়ে গুলশান ১ ঘুরে আবার গুলশান ২ এর ল্যান্ডমার্ক টাওয়ারের সামনে এসে শেষ হয়।

এক কিলোমিটার পথের এই র‌্যালিটিতে নারী-পুরুষ সকলেই মেয়েদের জুতা পড়ে অংশগ্রহণ করে।

র‌্যালিতে উপস্থিত প্রথম ১০০ জন পুরুষকে আয়োজকদের পক্ষ থেকে মেয়েদের জুতা উপহার দেওয়া হয়। এ ছাড়া প্রথম ২০০ জনকে নারী দিবসের টি-শার্ট উপহার দেওয়া হয়।

আমাদের সকলের নারী স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এ জন্য যৌন ও সাইবার হয়রানি প্রতিরোধ করতে হবে। আমরা চাই সকলের স্বাধীনতা।

তাই নারী-পুরুষ নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে, উদ্যমে উত্তরণে শতকোটি’র সমন্বয়কারী তাহমিনা শফিক এ কথা বলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.