আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবানে ধর্মান্তরিতকরণের অভিযোগে এনজিওর কার্যক্রম বন্ধ

পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন ক্ষুদ্র আদিবাসীদের খ্রিস্টধর্মে ধর্মান্তরিতকরণের অভিযোগ অভিযুক্ত করা হয় পার্বত্য চট্রগ্রামের বেসরকারি সাহায্য সংস্থা কমপেশন এনজিওকে।   বন্ধ করে দেয়া হয়েছে এর সব কার্যক্রম । পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হওয়ার পর এনজিও ব্যুরোর নির্দেশক্রমে স্থানীয় প্রশাসন এনজিওটির কর্মকাণ্ড বন্ধ করে দেয়।

এদিকে এনজিওটি বন্ধ হয়ে যাওয়ায় তিন পার্বত্য জেলার প্রায় সাড়ে চার হাজার শিশু ও তাদের অভিভাবকরা বিপাকে পড়েছেন। এনজিওটি বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর কাজ করছিল।

এছাড়া বান্দরবানের সদর, রুমা, রোয়াংছড়ি, লামাসহ বিভিন্ন এলাকার বিভিন্ন আদিবাসি পাড়ায় ছেলে-মেয়েদের নানা ধরনের সুবিধা, শিক্ষা উপকরণ বিলি, টিফিন, পুষ্টিকর খাদ্য সরবরাহসহ চিকিৎসা সুবিধা দিয়ে আসছিল এনজিওটি। বান্দরবানে তারা সিডিসি নামের অপর একটি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছিল।

এই বিষয়ে সংস্থাটির বান্দরবানের এরিয়া ম্যানেজার লালচুং নাকো জানান, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে অভিযোগ যাওয়ার পর গত নভেম্বরে তদন্তকাজ শুরু করা হয়। পরে প্রশাসন এনজিওটি বন্ধ করে দেয়।

তবে লাল চুং আদিবাসীদের ধর্মান্তরিতকরণের অভিযোগ অস্বীকার করে জানান, এনজিওটি পার্বত্য চট্রগ্রামের আদিবাসীদের শিক্ষা-স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর কাজ করছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্রগ্রামের আরো বেশ কয়েকটি এনজিও’র বিরুদ্ধে ধর্মান্তরিতকরণের অভিযোগ রয়েছে। পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয় এনজিও ব্যুরো ও স্থানীয় প্রশাসন অভিযোগগুলো তদন্ত করছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।