আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে ভারতীয় বিজ্ঞাপনের আগ্রাসন এবং অতঃপর ......

আমি শারিফ শাব্বির ঢাকা থেকে। পড়েছি সাংবাদিকতা আইইউবিতে। পড়াশোনা ইংলিশ মিডিয়ামের ও লেভেল-এ লেভেল। ইংলিশ মিডিয়ামের হলেও আমি কিন্তু বাংলা ভালই পারি।




গত ২১শে ফেব্রুয়ারিতে আমি পোস্ট দিয়েছিলাম প্রথম আলো আর সমকাল পত্রিকায় ভাটিকা তেলের বিজ্ঞাপন দিয়েছিলাম যেখানে ভারতীয় মডেল প্রিয়াংকা চোপড়াকে দেখানো হয়েছিল।

পোস্টটি পাওয়া যাবে এখানেঃ http://www.somewhereinblog.net/blog/kliptu/29926874

আমি সব সময় বাংলাদেশে ভারতীয় বিজ্ঞাপন প্রচারের ঘোর বিরোধী, তাই বারবার আমি এই বিষয় নিয়ে পোস্ট দিয়ে থাকি যে বাংলাদেশের বিজ্ঞাপনে যেন বাংলাদেশি মডেলদের দেখা যায়। এবার মনে হয় আমার পোস্ট দেওয়া কিছুটা সার্থক হয়েছে।

আজ ৮ই মার্চ এ সেই একই প্রথম আলো আর সমকাল পত্রিকাতে আবারো ভাটিকা তেলের বিজ্ঞাপন ছাপা হয়েছে কিন্তু এবার ব্যবহার করা হয়েছে বাংলাদেশি মডেলদেরকে যা অবশ্যই একটি ইতিবাচক দিক। আর বিজ্ঞাপনে আমাদের দেশি মডেলদের দেখতে পারাটাও একটা আনন্দের ব্যাপার কারণ আজকাল বাংলাদেশের টিভি-পত্রিকা এমনকি রাস্তার বিলবোর্ডেও ভারতীয় বিজ্ঞাপনের বাংলা ডাবিং দেখতে দেখতে আমি ক্লান্ত ও বিরক্ত।

আশা করি যেসব মাল্টিন্যাশনাল ব্র্যাণ্ড বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে তারা যেন সব সময় বাংলাদেশি মডেলদেরকে দিয়েই বিজ্ঞাপন বানিয়ে বাংলাদেশে তা প্রচার করে।

বাংলাদেশে আর নয় ভারতীয় বা বিদেশি বিজ্ঞাপন, এটা বাংলাদেশ, তাই বাংলাদেশের বিজ্ঞাপনে বাংলাদেশি মডেলদের উপস্থিতিই সব সময় কাম্য।

ভাটিকা তেলের বিজ্ঞাপনে বাংলাদেশি মডেলরা হলেনঃ [বাম দিক থেকে] নাবিলা, তিশা ও মেহজাবিন

ব্লগ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। কারো সুচিন্তিত মতামত থাকলে মন্তব্যে লিখতে ভুলবেন না। অযাচিত মন্তব্য মুছে ফেলার অধিকার ব্লগ লেখক কর্তৃক সংরক্ষিত।

শারিফ শাব্বির
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.