আমাদের কথা খুঁজে নিন

   

ভালো করে চিনিয়া লইবেন, "ইহা কিন্তু শাবনুরের জামা! (ফান পোস্ট)

লিখতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। নতুন নতুন "গল্প" লিখতে বেশী ভালো লাগে। ।

আমার এক আত্মীয়ের দোকানে বসে আছি, কাপড়ের দোকান।

কিছুক্ষন বাদে
৩ জন মেয়ে আসছে কাস্টমার..আসিয়া মাত্র তাহারা যাহা কহিলো শুনিয়া আমার জ্ঞান হারাবার উপক্রম হইলো!

তবে আমার জ্ঞান হারায় নাই। আমি বিস্মিত হইলাম সাথে মোটামুটি টাস্কিতো অনুভব করিলাম। :O

কইলো কি ?
ভাইয়া শাবনুর একটা গেঞ্জি পরছিলো না সেইটা আছে ? :O
(দোকানের যে ছেলাটা থাকে ও বাহিরে ছিলো, সুতারং...)

আমি: আপু কোন গেঞ্জি টা ?
আপু: আরে শাবনুর অস্ট্রেলিয়া থেকে আসার পর
যে গেঞ্জিটা পরছিলো! এয়ারপোর্টে দেখছিলাম। :O
(আমি কি বলবো কিছু ভাবিয়া পাইলাম না)

না আপু দেখিনাইতো কেমন গেঞ্জি ?

আপু: আশ্চর্য দেখেন নাই ? সেদিন টিভিতেও তো দেখাইছে :O

(আমি মনে মনে বলিতে লাগিলাম, ইহা তো বাংলাদেশই? নাকি আমি ভুল করিয়া মঙ্গল গ্রহে চলিয়া আসিলাম!!)

না আপু আমি তো টিভি দেখিনা...
টিভি কি জিনিস ?

আপু: আশ্চর্য এই চলতো জত্ত সব ফালতু...

আমি কি আর বলবো?
কিছুই বলিতে পারিলামনা। আপুরা প্রস্থান করিলো।

আমি অবাক দৃষ্টিতে চাহিয়া রইলাম। ...

মুঞ্চায় শাবনুরের জামা গায়ে চাপাইয়া সারা বাংলাদেশ একটা চক্কর মারিয়া আসি। সবার তো চিনিতে হইবে নাকি? "ইহা শাবনুরের অস্ট্রেলিয়া থেকে পরিধন করিয়া আসা সেই জামা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.