আমার মনের শালবনে
উকিঁ দিয়ে যায় চাঁদ,
এখানেই বসে থাকি
রাতের পরে রাত।
কখনো কখনো ছবি
আকিঁ চোখের জলে,
ফিরে যেতে হবে আবার
সেকথা গেছি ভুলে।
কত দিন আয়না দেখিনি
দেখিনি নিজের মুখ,
চেহারাটা ভুলে আছি
এতেই বুঝি অনেক সুখ।
সকালের সূর্য উদয় আর
বিকেলে অস্ত দেখি,
অবাক লাগে দেখতে সব
জুড়ায় আমার আখিঁ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।