বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসা খালেদা রোববার আইনজীবীদের এক অনুষ্ঠানে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন।
ঢাকা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদেই জয়ী হয় বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
অনুষ্ঠানে খালেদা বলেন, “বিদেশিরা বলেছে, ৫ জানুয়ারি নির্বাচনে জনগণ ভোট দেয়নি। ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই। তারাও অতিদ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে।
“সরকারকে বলব, জনগণ নির্বাচনের জন্য হয়ে উন্মুখ হয়ে আছে। সময় থাকতে কথা না শুনলে আরো বেশি মাশুল আপনাদের দিতে হবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।