মালেশিয়া এয়ার লাইন্সের হারিয়ে যাওয়া প্লেনটি এখনো পাওয়া যায় নি। তবে দুই জান সন্দেহ জনক পেসেঞ্জার প্লেনে উঠেছে চুরি করা পার্সপোর্ট নিয়ে, আর এর প্লেনেইটি রার্ডার থেকে হারিয়ে যাওয়ার ধরন দেখে মনে হচ্ছে প্লেনে বোম পেতে রাখা ছিল (বি, বি, সি) । ভবিষতে জানা যাবে আসলে কি ঘটেছিলে ২৩৯ জন যাত্রীর ভগ্যে। তবে বোমা মেরে প্লেন উড়িয়ে দেবার ঘটনা এই প্রথম নয়।
এ পর্যন্ত ২৭ টি বিমান বোম দিয়ে উড়িয়ে দেবার পরিকপ্লনার কথা জানা গেছে। এর মধ্যে ১৯৯০ সালের পরে ৯ বার প্লেইনে বোম রাখা হয়, যার ছয়টিতে কোন না কোন ভাবে আল কাইদা জড়িত। তবে সব কয়টা পরিকল্পনা যে সফল হইয়েছে এমন না।
বোমা মেরে প্লেন উড়িয়ে দেবার ঘটনার মধ্যে সব চেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ১৯৮৮ সালে আমারিকার PAN AM-103 যেটা ইতিহাসে লাকারবি বোমা হামলা নামে পরিচিত। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।