আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার আকাশে মালিন্দ এয়ার

মালয়শিয়ার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনাকারী এই সংস্থাটি রোববার ঘোষণা দিয়েছে, আগামীর ২৮ অগাস্ট আন্তর্জাতিক প্রথম রুটটিতে তাদের ফ্লাইট উড়বে।
রূপসী বাংলা হোটেলে মালিন্দ এয়ারের প্রথম নির্বাহী কর্মকর্তা চন্দন রামা মূর্তি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। অনুষ্ঠানে বেসামরিক বিমানমন্ত্রী ফারুক খানও ছিলেন।
বিমান কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রায় ১০ লাখ লোক ঢাকা-মালয়শিয়া রুটে চলাচল করেছে। দেশটিতে আরো বাংলাদেশি কর্মী যাচ্ছে।

 
রামা মূর্তি বলেন, এ রুটে তারা সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পুর্ণ নতুন বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালাবেন।
আপাতত শুধু কুয়ালালামপুর ফ্লাইট চালালেও পরে ইন্দোনেশিয়ার বিভিন্ন গন্তব্যেও কম খরচে বাংলাদেশিদের জন্য ফ্লাইট চালু করবে মালিন্দ এয়ার।
রামা মূর্তি বলেন, প্রাথমিকভাবে ঢাকা-কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর-ঢাকা রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট চালানো হবে। টিকিটের দাম শুরু হবে ২১ হাজার টাকা থেকে।
বিমানমন্ত্রী ফারুক খান ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকেও সপ্তাহে অন্তত দুটি ফ্লাইট চালানোর জন্য মালিন্দ এয়ারের কর্মকর্তাদের অনুরোধ করেন।


বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এখন চারটি বিমান সংস্থা ফ্লাইট চালাচ্ছে। মালিন্দ এয়ারকে নিয়ে এই সংখ্যা পাঁচ হল।
বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ ও রিজেন্ট এয়ার এবং মালয়শিয়ার রাষ্ট্রায়ত্ত মালয়শিয়ান এয়ারওয়েজও এই রুটে দৈনিক ফ্লাইট চালিয়ে আসছে।
নতুন ফ্লাইট শুরু করতে যাওয়া মালিন্দ এয়ারের মালিকানা যৌথভাবে মালয়শিয়ার সরকার এবং ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের।
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পরিচালিত ফ্লাইট সংখ্যাবিষয়ক চুক্তি অনুযায়ী, বাংলাদেশের এয়ারলাইনসগুলো মালয়েশিয়ায় সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করতে পারবে ও মালয়েশিয়ার এয়ারলাইনসগুলোও বাংলাদেশে সমানসংখ্যক ফ্লাইট পরিচালনা করতে পারবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।