আমাদের কথা খুঁজে নিন

   

বিমানটির আদৌ কোনো হদিস মেলেনি

নিখোঁজ হওয়ার পর দুই দিন যেয়ে তিন দিনে পড়লেও নিখোঁজ মালয়েশিয়ান বিমানটির আদৌ কোনো হদিস মেলেনি বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বিমানটির সন্ধান পেতেই হবে এমন অভিপ্রায় থেকে অভিযান আরো জোরদার করা হয়েছে। বিমানটির খোঁজে বড় ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে। চলমান অভিযানে ৩৪টি বিমান, ৪০টি জাহাজ এবং ৮টি দেশের উদ্ধারকর্মীরা অংশ নিয়েছেন।
 
দেশটির বেসামরিক বিমান বিভাগের প্রধান আজহারুদ্দিন আবদুল রহমান আজ সাংবাদিকদের বলেন, দুদিন আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান বিমানটির আমরা কোনো রকম হদিস পায়নি।

ভিয়েতনামের দক্ষিণে সমুদ্র এলাকায় বিমানটির দরজা ও পেছনের অংশ [টেইল] দেখা যাওয়ার খবর সত্যি নয় বলেও তিনি মন্তব্য করেন।
 
বিমানটির একটি দরজা দেখা যাওয়ার খবর সম্পর্কে তিনি বলেন, এ সংক্রান্ত খবর ভিয়েতনামের কর্মকর্তাদের দ্বারা যাচাই বাছাই করা হয়নি। বিমানটির লেজ পাওয়ার খবরও মিথ্যা, বলেন তিনি।
 
বিমানটির অবস্থান বিষয়ে এখন পর্যন্ত একটি মাত্রই অগ্রগতি হয়েছে। তা হলো থাই উপসাগরে অবস্থিত ভিয়েতনামের থ চু দ্বীপের ৯০ মাইল দক্ষিণে একটি তেলের রেখা দেখতে পেয়েছে ভিয়েতনামের একটি উদ্ধারকারী বিমান।

এটি ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।
 
‘বিমানটির ঠিক এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা যতটুকু উদ্বিগ্ন ঠিক ততটুকু ধাঁধার মধ্যে আছি’ রহমান মন্তব্য করেন। বিমানটিন সন্ধান পেতেই হবে বলে তিনি জানান।
 
 
 
 
 
 
 
 
 
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.